ঢাকা: ইরাকে কারাগার ভেঙে পালানোর সময় সংঘর্ষে ছয় নিরাপত্তারক্ষী ও ৩০ বন্দী নিহত হয়েছে। শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রনালয় এ তথ্য জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, উত্তর-পশ্চিম বাগদাদের খালিস কারাগারে এ ঘটনা ঘটেছে। বন্দীরা প্রথমে নিজেদের মধ্যে মারামারি শুরু করে। পরে নিরাপত্তারক্ষীরা তাদের সরিয়ে নেয়ার চেষ্টা করলে তাদের ওপর হামলা চালানো হয় এবং তাদের অস্ত্র কেড়ে নেয়া হয়। সংঘর্ষে ছয় কারারাক্ষী নিহত হয়েছে। এছাড়া নিহত হয়েছে ৩০ বন্দী। সংঘর্ষ চলাকালে কারাগার ছেড়ে ৪০জন বন্দী পালাতে সক্ষম হয়েছে। তাদের মধ্যে জঙ্গিবাদে অভিযুক্ত দণ্ডপ্রাপ্ত কয়েকজন কয়েদীও রয়েছে।
ইরাকে প্রায়ই কারাগার ভেঙে বন্দীদের পালানোর ঘটনা ঘটে থাকে। জঙ্গিগোষ্ঠীগুলি তাদের নেতাকর্মীদের মুক্ত করতে কারাগারে হামলা চালিয়ে থাকে। তবে এ ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রনালয় জানিয়েছে খালিস কারাগারে বাইরে থেকে কোন হামলার ঘটনা ঘটেনি। ভেতরের বন্দীরাই সংঘর্ষের সূত্রপাত করে। কারাগারটিতে চরমপন্থি সংগঠন ইসলামিক স্টেটের কয়েকজন বন্দীও ছিলো বলে জানিয়েছে মন্ত্রনালয়।
Md Fahad Abdullah liked this on Facebook.
ভালবাসার গ্লপ কবিতা liked this on Facebook.
Mukter Hossan liked this on Facebook.