বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, ‘থানার ভেতরে অত্যাচার, নির্যাতন ও অপুষ্টিকর খাবারের জন্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ১৫ কেজি ওজন কমেছে।’
নাসির উদ্দিন আহমেদ পিন্টুর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় শুক্রবার বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিল ও স্মৃতিচারণ অনুষ্ঠানে এ কথা বলেন রিপন।
তিনি আরো বলেন, ‘বিএনপির ওপরে ক্ষমতাসীনদের অত্যাচার, নির্যাতন, গুম-খুনের আমলনামা লেখা হচ্ছে। এ আমলনামা অনুযায়ী বর্তমান সরকার দুনিয়া ও আখেরাতে শাস্তি পাবে।’
তিনি বলেন, ‘পিন্টুর মৃত্যু কীভাবে হয়েছে এরজন্য সরকারেকে একটি তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছিলাম। তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির কাছে আমাদের দাবি পিন্টু কীভাবে মারা গেছে বুক সাহস নিয়ে সেই কথাটি জনগণের কাছে প্রকাশ করুন।’
সম্প্রতি যাত্রাবাড়ী থানার যে মামলায় বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে চার্জশিট দেয়া হয়েছে সেই মামলা প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘খালেদা জিয়ার বিরুদ্ধে পরিকল্পিতভাবে মনগড়া এই মামলা করা হয়েছে। মূলত বেগম জিয়াকে হয়রানি করার জন্যই এ মামলা দায়ের করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।’
পিন্টুর স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘তিনি মিথ্যার কাছে কখনো মাথা নত করতেন না। সত্য কথা বলার জন্য তিনি ছিলেন এক সাহসী নেতা। তার এই সাহসিকতা ধারণ করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে।’
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাড. মাসুদ আহমেদ তালুকদার, সহ-দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম, আব্দুল লতিফ জনি, শাহীনুর রহমান শাহীন, মোস্তাফিজুর রহমান ইরান, ফরিদুজ্জামান ফরহাদ।
Abul Khair liked this on Facebook.
Jashim Uddin liked this on Facebook.
Mohammad Azad liked this on Facebook.
Aminul Islam Badhol liked this on Facebook.
Tarek Rajen liked this on Facebook.
Mukter Hossan liked this on Facebook.
Mohammad Haider liked this on Facebook.
Mohammad Jabed liked this on Facebook.
Sumon Rana liked this on Facebook.
Yusuf Un Nobi Babu liked this on Facebook.