আটলান্টায় বিমান বিধ্বস্ত, নিহত ৪

ঢাকা: যুক্তরাষ্ট্রের আটলান্টা শহরের ইন্টার স্টেট এলাকার এক ব্যস্ত সড়কে শুক্রবার সকালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়। এতে বিমানের চার আরোহীর সবাই নিহত হয়েছেন বলে বার্তা সংস্থা সিএনএন জানিয়েছে।

এই দুর্ঘটনায় বিমানের চার আরোহীর সবাই নিহত হলেও রাস্তায় থাকা কেউ হতাহত হয়নি। নিহতরা হলেন, গ্রেগ বিয়ার্ড(৫৩), তার দুই নাতি ক্রিস্টোফার(২৭) ও ফিলিপ(২৫) এবং ক্রিস্টোফারের প্রেমিকা জ্যাকি কুলজার। ওই চারজন গ্রেগ বিয়ার্ডের ছোট ছেলে রবার্টের গ্রাজুয়েশন অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছিলেন। শনিবার মিসিসিপি বিশ্ববিদ্যালয়ে ওই অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।

ডেকাল্বের কাউন্টির দমকল বিভাগের কর্মকর্তা ক্যাপ্টেন এরিক জ্যাকসন এ ঘটনাকে দৈব হিসেবে উল্লেখ করে বলেছেন,‘ এটি আক্ষরিক অর্থেই দৈব যে, অন্য আর কোনো গাড়ি আঘাতপ্রাপ্ত হয়নি।’

এক ইঞ্জিনের পাইপার পিএ-৩২ বিমানটি বিমানটি শুক্রবার ডেকাল্ব পিচট্রি বিমানবন্দর থেকে উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই মহাসড়কে বিধ্বস্ত হয়।

তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। অনুসন্ধান করার সুবিধার্থে উদ্ধারকর্মীরা আন্তঃপ্রদেশ ২৮৫ মহাসড়কটি দুই দিক থেকেই চলাচল বন্ধ করে দিয়েছে।

২ thoughts on “আটলান্টায় বিমান বিধ্বস্ত, নিহত ৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *