বিরামপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ছোড়া ককটেলে মো. জাকিরুল ইসলাম (৩৪) নামে এক গরু ব্যবসায়ী আহত হয়েছেন।
আহত জাকিরুল ইসলাম উপজেলার কাটলা ইউনিয়নের খিয়ার মাহামুদপুর গ্রামের মো. নাসির উদ্দিনের ছেলে।
শনিবার রাত ২টায় দিনাজপুরের বিরামপুর সীমান্তের ভাইগড় বিওপির ২৯২/২৯৩ পিলারের ভারতীয় ভীমপুর অদূরে বামনা মাঠ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
বিরামপুর সীমান্তের ভাইগড় বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার মো. আলফাজ জানান, শনিবার রাত ২টায় সীমান্তে বিস্ফোরণের শব্দ শুনতে পাই। আমরা তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের বিষয়টি নিয়ে অনুসন্ধান চালাই।
পরে জানতে পারি সীমান্তের ২৯২/২৯৩ পিলারের ভারতীয় ভীমপুর অদূরে বামনা মাঠসংলগ্ন এলাকায় গরু ব্যবসায়ীর ওপর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ককটেল নিক্ষেপ করেছে। এসময় উপজেলার কাটলা ইউনিয়নের মো. জাকিরুল ইসলাম আহত হয়েছেন।
২৯ বিজিবি ক্যাম্প কমান্ডার লে. কর্নেল কোরবান আলী সাংবাদিকদের জানান, ঘটনাটি বিভিন্ন মাধ্যমে জানার পর সত্যতার বিষয়ে আমাদের লোক সেখানে অনুসন্ধান চালায়। আমরা এ বিষয়ে এখন পর্যন্ত কোনো সঠিক তথ্য পাইনি। তবে একজন আহত হওয়ার বিষয়টি স্থানীয়দের কাছে জেনেছি।
তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এমন তথ্য সেই সূত্র থেকেই পেয়েছি। এই বিষয়টির সত্যতা এখন পর্যন্ত নিশ্চিত করা যাচ্ছে না।
Mukter Hossan liked this on Facebook.
Sadeq Hasan Mridha liked this on Facebook.
Rana Bina Tuli liked this on Facebook.