জিয়া শিশু কিশোর মেলা কেন্দ্রীয় সংসদের সভা অনুষ্ঠিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে “জিয়া শিশু কিশোর মেলার উদ্দেগে নজরুল সঙ্গীত, পল্লীগীতি, দেশাত্মবোধক গান ও নৃত্য প্রতিযোগিতা আয়োজন করার লক্ষে জিয়া শিশু কিশোর মেলা কেন্দ্রীয় সংসদের আহবায়ক আলহাজ্ব জাহাঙ্গীর আলম শিকদারের সভাপতিত্তে অনুষ্ঠিত হয় । সভায় আগামী ২২শে মে সারাদিন ব্যাপি নজরুল সঙ্গীত, পল্লীগীতি, দেশাত্মবোধক গানের প্রতিযোগিতা ও ২৩শে মে নৃত্য প্রতিযোগিতার অনুষ্ঠানের জন্য সর্বসম্মতক্রমে গৃহিত হয়।
আজকের সভায় আরও উপস্থিত ছিলেন এ্যাডভোকেট মাহাতাব উদ্দিন, এ্যাডভোকেট আইয়ুব আলী মজুমদার, কাজী আনোয়ার হোসেন আনু, আলমগীর বাবু, তারেক কবির, কণ্ঠশিল্পী রেখা, কণ্ঠশিল্পী মহসিন, শিলা আক্তার, দ্বিন মোহাম্মদ দিলু, কেরামত আলী বাবু, মিন্টু আলম, ইকবাল আহমেদ, আব্দুল কাদের হ্রদয়, মিজানুর রহমান, সালাউদ্দিন প্রমুখ ।
11216423_1099223096818870_542491435_n

নাসিম/প্রবাসনিউজ২৪.কম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *