‘আমরাই নগর, কুকুর নই’

ঢাকা: ফুটপাতে ঘুমন্ত মানুষের উপর গাড়ি চালিয়ে এক ছিন্নমূলককে হত্যা করেছেন বলিউড স্টার সালমান খান। দীর্ঘ ১৩ বছর পর গত বুধবার পাঁচ বছরের সাজা দিয়ে আদালত রায় দিলেও সাথে সাথে তাকে দুই দিনের অন্তর্বর্তীকালীন জামিন দেয়া হয়। এখানেই শেষ নয় শুক্রবার মাত্র ৩০ হাজার রুপি গচ্ছিত রেখে তিনি জামিনও পেয়েছেন। অর্থাৎ আপাতত এ মামলায় তাকে জেল খাটতে হচ্ছে না। সামনে অবশ্য কৃষ্ণসার শিকারের আরেকটি মামলা রয়েছে। এই মামলার পরিণতি কী হয় সেটাই দেখার বিষয়।

সর্বোপরি এটা একটা হত্যাকাণ্ড। ২০০২ সালের এক রাতে মাতাল অবস্থায় টয়োটা ল্যান্ড ক্রুজার ফুটপাতে ঘুমন্ত মানুষের উপর তুলে দিয়েছিলেন সালমান। কিন্তু খুনের পক্ষে অনেকে যেভাবে সাফাই গাইছেন তাতে ফুটপাতের ছিন্নমূলদের নির্বিচারে হত্যা করার বৈধতা দেয়ার সামিল। অভিজিতের মতো নামি বলিউড প্লেব্যাক শিল্পী ছিন্নমূল মানুষদের ‘কুকুর’ বলে বর্ণনা করেছেন। ভাবখানা এমন যেন, এসব মানুষ তাদের মতো আলিশান বাড়ি ছেড়ে ফুটপাতে রাত্রিযাপনের বিলাসিতা করছে!

শুধু তা-ই নয় আরো অনেক সেলিব্রেটি সালমানের জেল জরিমানা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন। তার মতো সেলিব্রেটির জন্য এই বিচার প্রযোজ্য নয়- এটাই যেন তারা বলার চেষ্টা করছেন।

এদিকে শুক্রবার মুম্বাই হাইকোর্টের সামনে এক সালমান ভক্ত আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানিয়েছে পুলিশ। ওই ভক্ত নাকি তার নায়কের বদলা জেল খাটতে চান! এছাড়া আদালতের সামনে অনেক ভক্ত এ রায়ের প্রতিবাদ জানিয়েছেন। বলিউডের প্রায় সব সেলিব্রেটি তার বাড়িতে গিয়ে সমবেদনা জানিয়ে এসেছেন।

তবে এসবকিছুকে ছাপিয়ে মুম্বাই হাইকোর্ট এলাকার বাইরে একটা চিত্র সবার নজর কেড়েছে। ঝকঝকে তকতকে এ শহরের দগদগে ক্ষত বস্তিবাসীরা প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ জানিয়েছেন বিবেকবর্জিত সালমানভক্তদের বিরুদ্ধে। তাদের প্ল্যাকার্ডে জ্বলজ্বল করছে, ‘উই আর দ্য সিটি, উই আর নট ডগস (আমরাই এ নগর, আমরা কুকুর নই)’।

মুম্বাইয়ের বস্তিবাসীরা একইভাবে প্রতিবাদ জানিয়েছিল যখন ব্রিটিশ চলচ্চিত্রকার ড্যানি বয়েলের ‘স্লামডগ মিলিওনিয়ার’ সিনেমাটি মুক্তি পায়। চলচ্চিত্রটি অস্কার জেতার পর অনেকে বলেছিলেন, ভারতকে ছোট করার জন্যই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ছবির প্রশংসা করা হচ্ছে। চলচ্চিত্রকার ব্রিটিশ বলেই ভারতকে তাচ্ছিল্য করেছেন।

কিন্তু ছয় বছর পর ভারতীয় অভিজাতরাই প্রমাণ করলেন, ছিন্নমূলদের ব্যাপারে সব স্বচ্ছল শিক্ষিত মানুষেরাই একই ধারণা পোষণ করেন। এরা শুধু বিদেশিদের চোখে নয় ভারতীয় সেলিব্রেটি এবং তাদের বিবেক বিবর্জিত ফ্যানদের চোখেও কুকুরই রয়ে গেছে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *