ঢাকা: ভারতের লোকসভায় স্থল সীমান্ত চুক্তি পাস হওয়ার পর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন নরেন্দ্র মোদী।
বৃহস্পতিবার(৭ মে’২০১৫) রাতে ভারতের প্রধানমন্ত্রী টুইট করে ফোন কলের কথা উল্লেখ করেন।
এতে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন বলে জানান।
মোদী টুইটে বলেন, “স্পোক টু বাংলাদেশ পিএম শেখ হাসিনা অ্যান্ড কনভেইড মাই গ্রিটিংস টু দ্য পিপল অব বাংলাদেশ অন দিস ল্যান্ডমার্ক ওকেশন।”
Mukter Hossan liked this on Facebook.
বুসরা বাংলাদেশী কাপর liked this on Facebook.