খালেদা জিয়াকে গ্রেপ্তারের দাবিতে নৌমন্ত্রীর ‘অভিযাত্রা’ শুরু

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও তাঁর সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে সিলেট অভিমুখে ‘জনতার অভিযাত্রা’ শুরু করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলিস্তান বঙ্গবন্ধু স্টেডিয়ামের পূর্ব গেটে শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ আয়োজিত এই কর্মসূচি শুরু হয়। ‘আন্দোলনের নামে নাশকতার দায়ে’ তাঁদের গ্রেপ্তার দাবি করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, ৭ ও ৮ মে সিলেট অভিমুখে জনতার এই অভিযাত্রা চলবে।

কর্মসূচি উদ্বোধনের সময় নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, নাশকতা সৃষ্টিকারী ও মানুষ হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তি না হওয়া পর্যন্ত পর্যায়ক্রমে সারাদেশে এ কর্মসূচি অব্যাহত থাকবে।

‘হরতাল-অবরোধে মানুষ হত্যা ও নাশকতার দায়ে’ খালেদা জিয়াসহ তার সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয় এই অভিযাত্রায়।

৭ thoughts on “খালেদা জিয়াকে গ্রেপ্তারের দাবিতে নৌমন্ত্রীর ‘অভিযাত্রা’ শুরু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *