ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ, টি-টোয়েন্টিতে হার, খুলনা টেস্টে ড্র—বাংলাদেশ সফরে পাকিস্তান দলের পারফরম্যান্সের খতিয়ান। দলের এমন পারফরম্যান্সে ভীষণ হতাশ পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি শাহরিয়ার খান। তবে হতাশ হলেও এখনই বড় ধরনের পরিবর্তনের পক্ষে নন তিনি। পাশাপাশি বাংলাদেশ দলের পাকিস্তান সফরের ব্যাপারেও তিনি আশাবাদী।
বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে শাহরিয়ার খান বলেন, ‘জিম্বাবুয়ে দল এ মাসেই পাকিস্তান সফর করবে। বাংলাদেশ মহিলা ক্রিকেট দলেরও পাকিস্তান সফরে যাওয়ার কথা। আশা করি পুরুষ দলও শিগগিরই পাকিস্তানে যাবে।’
পাকিস্তান দলের ব্যর্থতা নিয়ে অবশ্য হতাশা লুকাতে পারেননি পিসিবি সভাপতি, ‘বাংলাদেশ সফরে পাকিস্তান দল যে এমন খেলবে আমি তা ভাবতেই পারিনি। পাকিস্তানের সব মানুষের মতো আমিও হতাশ। এই সফরের পর আমাদের সমস্যাগুলো খুঁজে বের করতে হবে। দলে পরিবর্তন এলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে তা কিন্তু নয়। তবে খেলোয়াড়দের ফিটনেসে যে সমস্যা আছে তাতে কোনো সন্দেহ নেই।’
বাংলাদেশের প্রশংসা করে শাহরিয়ার খান বলেন, ‘বেশ কিছুদিন ধরেই বাংলাদেশ দল খুব ভালো খেলছে। তাদের খেলা দেখে আমার খুব ভালো লাগছে। আশা করি তারা অনেক এগিয়ে যাবে।’