খুলনা টেস্টে দারুণ এক দ্বিশতক করলেও মিরপুরে পুরোপুরি ব্যর্থ তামিম ইকবাল। প্রথম ইনিংসে পাকিস্তানের করা ৫৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই মাত্র ৪ রান করে সাজঘরে ফিরেছেন এই বাঁ-হাতি ওপেনার। এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৭ রান। তামিমের পর উইকেটে আসা মুমিনুল হক ব্যাট করছেন ৩ রান নিয়ে। আরেক ওপেনার ইমরুল কায়েস এখনো খুলতে পারেননি রানের খাতা।
এর আগে দিনের দ্বিতীয় ওভারেই মিসবাহকে বোল্ড করে সাজঘরে ফিরিয়েছিলেন সাকিব। ৯ রান করে ফিরে গেছেন পাকিস্তান অধিনায়ক। তবে পঞ্চম উইকেটে ২০৭ রানের জুটি গড়ে পাকিস্তানকে বড় সংগ্রহের পথে এগিয়ে দিয়েছেন আজহার ও শফিক। আজহার পেয়েছেন টেস্ট ক্যারিয়ারের প্রথম দ্বিশতক। ১৯৯ রানে থাকার সময় সাকিবের বলে ছয় মেরে পূর্ণ করেছিলেন দ্বিশতক। তবে খুব বেশিক্ষণ থাকতে পারেননি উইকেটে। শুভাগত হোমের শিকারে পরিণত হওয়ার আগে করেছিলেন ২২৬ রান। মেরেছেন ২০টি চার ও ২টি ছয়। আসাদ পূর্ণ করেছেন টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ শতক। দ্রুত রান সংগ্রহের তাড়নায় তিনিও আউট হয়েছেন ১০৭ রান করে। শুভাগত হোমের বল উড়িয়ে মারতে গিয়ে লং অফে ধরা পড়েছেন মাহমুদুল্লাহর হাতে। ১৬৭ বলে ১০৭ রান করার পথে তিনি মরেছেন নয়টি চার ও একটি ছয়। পঞ্চম উইকেটে তাঁরা গড়েছিলেন ২০৭ রানের জুটি। চা বিরতির আগের ওভারে ওয়াহাব রিয়াজ ও ইয়াসির শাহর উইকেট তুলে নিয়েছিলেন তাইজুল ইসলাম। পাকিস্তান এর পরই ৫৫৭ রানে সমাপ্তি ঘোষণা করে তাদের প্রথম ইনিংস।
প্রথম দিনের খেলায় ইউনিস খান (১৪৮) ও আজহারের শতকে ভর করে শক্ত অবস্থান গড়ে নিয়েছে পাকিস্তান। টস হেরে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে সংগ্রহ করেছিল ৩২৩ রান। বাংলাদেশের জন্য দুঃসংবাদ যে, হাঁটুতে চোট পাওয়ায় আর বোলিং করতে পারবেন না রুবেলের পরিবর্তে দলে আসা ডানহাতি পেসার শাহাদাত হোসেন।
Mukter Hossan liked this on Facebook.
Anwar Mohammad liked this on Facebook.
Abdur Razzak Rana liked this on Facebook.