যৌন নির্যাতন: ক্ষোভে-দুঃখে ৪ অ্যাথলেটের আত্মহত্যার চেষ্টা!

ঢাকা: যৌন নির্যাতন এবং র‌্যাগিংয়ের শিকার হয়ে ভারতে চারজন প্রশিক্ষণার্থী অ্যাথলেট আত্মহত্যার চেষ্টা করেন। এ ঘটনায় অপর্না নামে একজনের মৃত্যু হয়েছে।
এরা প্রত্যেকেই ভারতের ক্রীড়া কর্তৃপক্ষের আওতাধীন ওয়াটার স্পোটর্স সেন্টারের প্রশিক্ষার্থী। বিষ খেয়ে এরা আত্মহত্যার চেষ্টা করে এবং আজ বৃহস্পতিবার সকালে ১৫ বছর বয়সী এক অ্যাথলেটের মৃত্যু হয়েছে।
জানা যায়, প্রশিক্ষক এবং হোস্টেল সিনিয়রদের যৌন নির্যাতন এবং র‌্যাগিংয়ের শিকার হয়েই তারা এ ধরনের কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল।
ধারণা করা হচ্ছে, রাত তিনটার দিকে প্রশিক্ষনার্থীরা স্থানীয় একধরনের বিষাক্ত ফল খায়। এরপর তাদের সকাল সাতটায় স্থানীয় হাসপাতালে নেয়া হয়। পরে আলাপহুজা মেডিকেল কলেজে নেয়া হলে সেখানে একজনের মৃত্যু হয়।
এই চারজন নারী প্রশিক্ষনার্থী অ্যাথলেট কেরেলার পুনামাডার কাছে নারী হোস্টেলে থাকতেন।
ওইসব প্রশিক্ষনার্থীদের পরিবারের সদস্যরা অভিযোগ করেন, তারা বিভিন্ন সময়ে প্রতিষ্ঠানের সিনিয়রদের দ্বারা শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার হয়েছে।
যদিও নারী হোস্টেল সুপার এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, ‘মেয়েরা দুর্বল ছিল, তাই তারা সংজ্ঞা হারিয়েছে। তাদের উপর কোনো ধরনের নির্যাতন করা হয়নি।’
এদিকে মৃত প্রশিক্ষনার্থীর এক আত্মীয় ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে বলেন, ‘অন্যথায় আমরা জাতীয় সড়ক অবরোধ করবো।’
এদিকে ভারতের ক্রীয় মন্ত্রণালয় উচ্চ আদালতের এক বিচারপতির নেতৃত্বে কমিটি গঠন করে ঘটনার সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছেন। এছাড়া প্রশিক্ষককেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা যায়।

One thought on “যৌন নির্যাতন: ক্ষোভে-দুঃখে ৪ অ্যাথলেটের আত্মহত্যার চেষ্টা!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *