চট্টগ্রাম: অবশেষে উচ্চ আদালতের নির্দেশে জামিনে মুক্তি পেয়েছেন নগর জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম।
মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রিয় কারাগার থেকে তিনি মুক্তি পান।
বিষয়টি নিশ্চিত করে ডেপুটি জেলার মনির হোসেন বলেন, ‘নাশকতা ও সহিংসতার অভিযোগে ১৪টি মামলায় ইতোমধ্যে জামিনে ছিলেন জামায়াত নেতা নজরুল ইসলাম। পরে গত বছর ৮ ডিসেম্বর থেকে তিনি ফের জেলগেটে আটক হয়ে একটি মমালায় হাজতে ছিলেন। সর্বশেষ ওই মামলায়ও মঙ্গলবার উচ্চ আদালত থেকে জামিন পাওয়ায় তাকে কারামুক্তি দেওয়া হয়।’
উল্লেখ্য, গত বছরের ১২ মে নগর জামায়াতের কার্যালয়ে অভিযান চালিয়ে জামায়াতের মহানগর আমির ও সাবেক এমপি মাওলানা শামসুল ইসলাম, মহানগর সেক্রেটারি নজরুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আ জ ম ওবায়েদুল্লাহ, নগর প্রচার সম্পাদক মোহাম্মদ উল্লাহসহ ২১ জনকে আটক করে পুলিশ। পরদিন তাদের সন্ত্রাস বিরোধী আইনে আটক দেখিয়ে আদালতে হাজির করলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরবর্তীতে গত বছরের ৮ ডিসেম্বর তিনি জামিনে মুক্তি পেলেও ফের জেল গেট থেকে আটক হয়ে তিনি কারাগারে ছিলেন।
Shahid Cox liked this on Facebook.
Mukter Hossan liked this on Facebook.
Rashed Jamal liked this on Facebook.
Mizanur Rahaman liked this on Facebook.