জিয়া শিশু কিশোর মেলার উদ্দেগে নজরুল সঙ্গীত, পল্লীগীতি, দেশাত্মবোধক গান ও নৃত্য প্রতিযোগিতা

২৪শে মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে “জিয়া শিশু কিশোর মেলার উদ্দেগে নজরুল সঙ্গীত, পল্লীগীতি, দেশাত্মবোধক গান ও নৃত্য প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে । প্রতিযোগিতায় অংশগ্রহনকারী সকলকে অতি শীঘ্রই যোগাযোগ করার অনুরোধ করা যাচ্ছে ।
প্রতিযোগিতার বিচারক হিসাবে উপস্থিত থাকবেন দেশে ও আন্তর্জাতিক ভাবে স্বীকৃত ও একুশে পদকপ্রাপ্ত সঙ্গীত শিল্পী ও সুরকারগণ।
যে সকল প্রতিযোগী উক্ত শ্রেনী ভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহন করতে ইচ্ছুক তাদের অতি শীঘ্রই যোগাযোগ করার অনুরোধ করা যাচ্ছে।

প্রতিযোগী —
গ্রুপ- “ক” ১ম শ্রেনি হইতে ৫ম শ্রেনী
গ্রুপ- “খ” ৬ষ্ঠ শ্রেনী হতে ১০ম শ্রেণী
পুরস্কার —
গ্রুপ ভিত্তিক ১ম, ২য়, ৩য় – পুরস্কার
৪র্থ হতে ১০ম – বিশেষ পুরস্কার এবং
অংশগ্রহনকারী সকলকে সান্তনা পুরস্কার প্রদান করা হবে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীকে অবশ্য তার বয়স, ১ কপি ছবি, মোবাইল নাম্বার ও শ্রেনীর জন্য স্কুল কতৃপক্ষের অনুমতি লাগবে । এছাড়াও জিয়া শিশু কিশোর মেলার ইমেইল, পেইজ,ফেসবুক আইডির ইনবক্সেও যোগাযোগ করা যাবে ।

ইমেইল- melaziashishukishor@gmail.com

জিয়া শিশু কিশোর মেলার অফিসিয়াল পেইজ–https://www.facebook.com/pages/%E0%A6%9C%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%81-%E0%A6%95%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8B%E0%A6%B0-%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE/621775841273417?ref=bookmarks

জিয়া শিশু কিশোর মেলার ফেসবুক আইডি -https://www.facebook.com/ziashishu.kishormela
অথবা
https://www.facebook.com/nasimul.g.khan
মোবাইল – ০১৭১২১৬৮৩৮১

নাসিম/প্রবাসনিউজ২৪.কম

One thought on “জিয়া শিশু কিশোর মেলার উদ্দেগে নজরুল সঙ্গীত, পল্লীগীতি, দেশাত্মবোধক গান ও নৃত্য প্রতিযোগিতা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *