ঢাকা: খুলনা টেস্টে পাক পেসার ওয়াহাব রিয়াজের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিয়ময়ের জন্য জরিমানার শিকার হয়েছেন বাংলাদেশের তারকা অল রাউন্ডার সাকিব আল হাসান। তার ম্যাচ ফির ৩০ শতাংশ কেটে নেয়া হবে বলে জানিয়েছে ক্রিকেটের নিয়ন্তা সংস্থা আইসিসি। একই শাস্তি পেয়েছেন পাক পেসার ওয়াহাব রিয়াজও।
খুলনা টেস্টের পঞ্চম দিনে ওয়াহাব-রিয়াজের সঙ্গে বেশ উত্তপ্ত বাক্য বিনিময় হয় সাকিবের। যা টিভি ক্যামেরাতে ধরা পড়েছিল। আইসিসির নিয়ম ভাঙ্গায় শেষ পর্যন্ত তাদের জরিমানা দিতে হবে।
উল্লেখ্য, খুলনা টেস্টে পাকিস্তানের সঙ্গে ড্র করে বাংলাদেশ। আগামী ৬ মে মিরপুরে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
Mukter Hossan liked this on Facebook.
Classic Rahman liked this on Facebook.
AL Amin Jcd liked this on Facebook.