দেশি-বিদেশি পর্যবেক্ষকরাই বলবে সিটি নির্বাচন সুষ্ঠু হয়েছে কিনা : এরশাদ

রংপুর : জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ঢাকা এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু হয়েছে কিনা তা দেশি-বিদেশি পর্যবেক্ষকরাই বলবেন। নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীদের পরজায় নিশ্চিত জেনে তারা নির্বাচন থেকে সরে গেছেন।

রোববার সকালে চারদিনের সফরে এসে রংপুর সার্কিট হাউসে এরশাদ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

বিএনপির আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপি ৯০ দিন আন্দোলন করে মানুষকে কষ্ট দিয়েছে। নষ্ট হয়েছে কৃষকের ক্ষেতের ফসল। পুড়িয়ে মেরেছেন মানুষ। তাই নিজেদের দুর্বলতা বুঝতে পেরে তারা আন্দোলন থেকে সরে গেছেন।’

তিনি বলেন, ‘বিএনপির প্রতি দেশের মানুষের আস্থা নেই। মানুষ এখন শান্তি চায় বলে বিএনপির অন্যায় আন্দোলনে শরিক হয়নি।’

জাতীয় পার্টির অবস্থানের কথা তুলে ধরে তিনি বলেন, ‘দেশের একমাত্র বিরোধী দল হিসেবে জাতীয় পার্টিকে দেখতে চায় দেশের মানুষ। সে জন্য তৃণমূল পর্যায় থেকে জাতীয় পার্টিকে সাজানো হচ্ছে।’

এ সময় জাতীয় পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় নেতা-কর্মী ছাড়াও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

৭ thoughts on “দেশি-বিদেশি পর্যবেক্ষকরাই বলবে সিটি নির্বাচন সুষ্ঠু হয়েছে কিনা : এরশাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *