সদ্য সমাপ্ত সিটি করপোরেশন নির্বাচনে অনিয়মের বিভিন্ন ‘তথ্য-প্রমাণ’ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শারম্যানের হাতে তুলে দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তাঁর সাথে সাক্ষাতের সময় এসব ‘তথ্য-প্রমাণ’ তুলে দেওয়া হয় বলে বৈঠকে উপস্থিত এক নেতা এনটিভি অনলাইনকে জানিয়েছেন।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাথে আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টায় তাঁর গুলশানের বাসা ‘ফিরোজায়’ সাক্ষাৎ করেন সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শারম্যান।
বৈঠকে সিটি করপোরেশন নির্বাচন নিয়ে নিজেদের উদ্বেগের কথাও জানিয়েছেন সফররত ওয়েন্ডি শারম্যান। বিএনপি চেয়ারপারসন ও শারম্যানের মধ্যে বৈঠকে দেশের রাজনৈতিক-অর্থনৈতিক-সামাজিক পরিস্থিতিসহ দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টায় বিএনপির চেয়ারপারসনের গুলশানের বাসা ‘ফিরোজায়’ যান ওয়েন্ডি শারম্যান। প্রায় আধা ঘণ্টা ধরে চলে এ বৈঠক।
এ সময় শারম্যানের সাথে ছিলেন ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট। বৈঠকে আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ প্রমুখ।
বৈঠকের বিষয়ে পরে সাংবাদিকদের সাথে কথা বলেন মঈন খান। সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আলোচনার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ‘তাঁদের মনোভাব সম্পর্কে আপনারা দেখেছেন।এরই মধ্যে এই নির্বাচন নিয়ে তাঁদের মনোভাব তাঁরা লিখিতভাবে প্রকাশ করেছেন। তাঁরা নিজেদের এত স্পষ্ট করে দিয়েছেন তাঁদের বক্তব্যে যে, এটা দেশবাসীর সামনে একটা নতুন দিগন্ত উন্মোচিত করে দিয়েছে। রাজনৈতিক পরিস্থিতি, দেশের অর্থনৈতিক পরিস্থিতি দেশের সামাজিক পরিস্থিতি কোনোকিছুই এই আলোচনা থেকে বাদ যায়নি।’
ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশনের দলটির তিন মেয়র পদপ্রার্থীই অনিয়ম, কারচুপি ও ‘ভোট-ডাকাতির’ এনে নির্বাচন বর্জন করে।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অংশীদারত্ব সংলাপে অংশ নিতে ওয়েন্ডি শারম্যানের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধিদল গতকাল বৃহস্পতিবার ঢাকায় আসে। সফরকারী দলে রয়েছেন দেশটির সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল।
ওয়েন্ডি শারম্যান ও নিশা দেশাই বিসওয়াল গতকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে গণভবনে সাক্ষাৎ করেন।
আজ সকালে ওয়েন্ডি শারম্যান রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় যুক্তরাষ্ট্র-বাংলাদেশ চতুর্থ অংশীদারত্ব সংলাপ অংশ নেন। সংলাপ শেষে ব্রিফিংয়ে তিনি সদ্য সমাপ্ত তিন সিটি নির্বাচনে অনিয়ম এবং বিএনপির বর্জনের ঘটনায় হতাশা ও উদ্বেগ প্রকাশ করেন।
আন্ডার সেক্রেটারি বলেন, ‘ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের পর আমি এখানে এসেছি। আমরা হতাশ, অনিয়ম ও ভোট চলাকালীন বিএনপির বয়কট উভয় কারণেই।’
Anjana Alam liked this on Facebook.
Mizanur Rahaman liked this on Facebook.
Samir Mirza liked this on Facebook.
Hossain Masum liked this on Facebook.
Md Mostafizur Rahman Manik liked this on Facebook.