নতুন সিটি নির্বাচনের আহ্বান হান্নান শাহর

তিন সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল বাতিল করে অবিলম্বে নতুন সিটি নির্বাচনের তারিখ ঘোষণা করতে নির্বাচন কমিশনের (ইসি) প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ।

আজ শনিবার সকাল ১০টার দিকে জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন হান্নান শাহ। এ সময় শ্রমিক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

হান্নান শাহ বলেন, ‘এটা একটা কারচুপির নির্বাচন, প্রহসনের নির্বাচন। যেটার নমুনা আমরা ২০১৪ সালে ৫ জানুয়ারি জাতীয় নির্বাচনে দেখেছিলাম।’ তিনি বলেন, ‘নির্বাচন কমিশন বলছে সুষ্ঠু নির্বাচন হয়েছে। জনগণ যদি ক্ষেপে যায় এবং গণধোলাই দেয় তাহলে কি সেটা সুষ্ঠু গণধোলাই হবে? সেটা তো এমনই অন্যায় হবে যেটা এ নির্বাচনে তারা করেছে।’

এ সময় বিএনপির এ নেতা বলেন, সিটি করপোরেশন নির্বাচন কতটুকু সুষ্ঠু হয়েছে তা দেশের মানুষসহ বিশ্ববাসী দেখেছে। দ্রুতই দলের নীতি নির্ধারণী ফোরামের বৈঠক করে বিএনপির পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে বলেও জানান তিনি।

৫ thoughts on “নতুন সিটি নির্বাচনের আহ্বান হান্নান শাহর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *