খুলনা টেস্টের চতুর্থ দিনের খেলা শুরু হওয়ার ঠিক আগে দুঃসংবাদটা পেয়েছিলেন তামিম ইকবাল। ফুপু ফাতেমা হোসেন আর নেই! প্রিয় মানুষটির মৃত্যুশোককে শক্তিতে পরিণত করে তামিম খেললেন অপরাজিত ১৩৮ রানের অনিন্দ্যসুন্দর ইনিংস। তারপর শতকটা উৎসর্গ করলেন ফুপুকে।
মোহাম্মদ আশরাফুলকে পেছনে ফেলে তামিম এখন টেস্টে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি (৭টি) শতকের মালিক। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টানা তিন টেস্টে শতক করার কৃতিত্বও তাঁর অধিকারে। এমন কীর্তিধন্য দিনে কি না চলে গেলেন ফুপু। খেলা শেষে সংবাদ সম্মেলনে তাই তামিমের কণ্ঠ বাষ্পরুদ্ধ, ‘তাঁর এমন মৃত্যু আমার পক্ষে মেনে নেওয়া ভীষণ কঠিন। অসুস্থ থাকলেও না হয় মনকে সান্ত্বনা দিতে পারতাম। কিন্তু একজন সুস্থ মানুষের এভাবে চলে যাওয়া মেনে নেওয়া যায় না। এই সেঞ্চুরিটা তাঁকেই উৎসর্গ করছি।’
বৃহস্পতিবার বাংলাদেশ একটা সুখবর পেয়েছে। আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে পাকিস্তানকে পেছনে ফেলে বাংলাদেশ এ মুহূর্তে অষ্টম স্থানে। তামিমের লক্ষ্য এই অবস্থান ধরে রেখে আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা করে নেওয়া, ‘আশা করি আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই জায়গায় থেকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত করতে পারব। ওয়ানডেতে এটাই এখন আমাদের লক্ষ্য হওয়া উচিৎ।’
২০১৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠেয় পরবর্তী চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওয়ানডে র্যাংকিংয়ের সেরা আট দল খেলার সুযোগ পাবে। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আট নম্বরে থাকতে পারলে এই প্রতিযোগিতায় খেলার সুযোগ পাবে বাংলাদেশ।
Anjana Alam liked this on Facebook.
Mukter Hossan liked this on Facebook.