নোয়াখালী: নোয়াখালীর সেনবাগে ফারজানা আক্তার (১০) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (০১ মে) বিকেল ৩টার দিকে উপজেলার নবীপুর ইউনিয়নের রুহুল আমিনের ঘর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
নিহত ফারজানা সেনবাগ উপজেলার দিনমুজুর আব্দুল আহাদের মেয়ে।
স্থানীয়রা জানায়, লেখাপড়ার খরচ চালতে না পেরে মেয়েকে আব্দুল আহাদ একই উপজেলার আব্দুল হক মৌলভী বাড়ির রুহুল আমিনের বাড়িতে গৃহকর্মীর কাজ করতে পাঠান।
শুক্রবার বিকেলে ফারাজানার মৃতদেহ রুহুল আমিনের ঘরের জানালায় ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, ফারজানার মৃত্যুর বিষয়টি রসহ্যজনক।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Mahabub Rahaman liked this on Facebook.
Mohammad Jabed liked this on Facebook.
Mukter Hossan liked this on Facebook.
Anwar Bhuiyan liked this on Facebook.
Muhammad Mursaline liked this on Facebook.