গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এম. এ মান্নানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দাখিল করে জয়দেবপুর থানার পুলিশ।
পরে বিচারক বেগম ফারজানা খান আগামী ১২ মে মামলার ধার্য্য দিন চার্জশিটের শুনানির জন্য তারিখ নির্ধারণ করেন। অভিযোগপত্রে মেয়র মান্নান ছাড়াও গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনসহ মোট ৪৩ বিএনপির নেতাকর্মীর নাম রয়েছে।
গাজীপুর আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, গত বছরের ২৭ ডিসেম্বর বিএনপির ডাকা হরতাল চলাকালে সিটি করপোরেশনের বড়বাড়ি এলাকায় সাংবাদিক বহনকারী একটি মাইক্রেবাস এবং একটি লেগুনা ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় এম. এ ফরিদ বাদী হয়ে অধ্যাপক এম. এ মান্নান, ফজলুল হক মিলনসহ ৩০ জনের নামে এবং অজ্ঞাত আরও ১৫/২০ বিএনপি নেতাকর্মীর নামে জয়দেবপুর থানায় মামলা দায়ের করেন। পুলিশ তদন্তের পর এম. এ মান্নান, ফজলুল হক মিলনসহ ৪৩ জনের বিরুদ্ধে চার্জশিট দিলে তা বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দাখিল করা হয়। ওই আদালতের বিচারক বেগম ফারজানা খান নথি পর্যালোচনা করে চার্জশিটটি শুনানির জন্য আগামী ১২ মে মামলার ধার্য্য দিন তারিখ নির্ধারণ করেন।
মেয়র মান্নানের আইনজীবী মঞ্জুর মোর্শেদ প্রিন্স জানান, মেয়র মান্নানের বিরুদ্ধে জয়দেবপুর, শ্রীপুর ও কালিয়াকৈর থানায় আরও ৫টি মামলা রয়েছে। এ সব মামলার মধ্যে ৩টিতে তিনি জামিনে রয়েছেন।
উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি রাতে গাজীপুরে যাত্রীবাহীবাসে পেট্রলবোমা হামলার মামলায় গত ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় মেয়র মান্নান ঢাকার বারিধারার বাসভবন থেকে গ্রেপ্তার হন। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। এমতাবস্থায় গত ৮ মার্চ প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণ ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।
Mizanur Rahaman liked this on Facebook.