ঢাকা: মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মাদকে দেয়া ট্রাইব্যুনালের রায় বহাল রাখার চেষ্টা করবেন বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম।
বুধবার অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ কথা জানান।
আজ বুধবার সকাল ১০টা ২০ মিনিটে প্রধান বিচারপতির নেতৃত্বে ৪ সদস্যের বেঞ্চে মুজাহিদের আপিলের শুনানি শুরু করা হয়।
আদালতে আসামিপক্ষে আপিলের পেপার বুক পড়ে শোনান এস এম শাহজাহান। এ সময় রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
আদালত থেকে বের হয়ে অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, ‘আসামির সাজা বৃদ্ধিতে সরকারপক্ষ আপিল করেনি, তবে ফাঁসির রায় যেন বহাল থাকে সে জন্য আমরা শুনানি করবো।’
তিনি আরো বলেন, ‘আজ অপিল বিভাগে মুজাহিদের আইনজীবীরা সময়ের আবেদন করেছিলেন, কিন্তু আদালত তা নামঞ্জুর করে শুনানি শুরু করতে বললে আসামিপক্ষের আইনজীবী শুনানি শুরু করেন।’
শুনানি শেষে আপিল বিভাগ আগামী সোমবার পর্যন্ত মুজাহিদের আপিলের শুনানি মুলতবি করেন।