পয়লা বৈশাখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক ছাত্রীকে যৌন হেনস্তার ঘটনায় অভিযোগ ওঠা ছাত্রলীগের নেতাকর্মীদের বিচার দাবিতে বিশ্ববিদ্যালয়ে ঝাড়ু মিছিল করেছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার দুপুরে ‘নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়’এর ব্যানারে ঝাড়ু মিছিলটি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ভবনের সামনে থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস ঘুরে একই স্থানে এসে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি তন্ময় ধর, ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক সুস্মিতা মরিয়মসহ অর্ধশতাধিক শিক্ষার্থী।
শিক্ষার্থীরা মিছিল থেকে বলেন, জাবি ক্যাম্পাসে যৌন নিপীড়ন করে কেউ কখনো ছাড় পায়নি। পয়লা বৈশাখের ঘটনায়ও কেউ ছাড় পাবে না। নিপীড়করা শাস্তি না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে। ছাত্রীকে যৌন হেনস্তার ঘটনায় এরই মধ্যে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ পাঁচজনকে সংগঠন থেকে বহিষ্কার করেছে। অন্যদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন আটজনকে সাময়িকভাবে বহিষ্কার করেছে।
আতিক/প্রবাস