প্রাকৃতিক দুর্যোগের মতো দেশের রাজনীতিতেও দুর্যোগ লেগেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, গণতন্ত্রকে যারা ধ্বংস করতে চায়, তাদের মোকাবিলা করতে হবে। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে নেপালের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে আয়োজিত মানববন্ধনে হাসানুল হক ইনু এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের বন্ধুরাষ্ট্র নেপালের সহযোগিতায় এরই মধ্যে সরকার পদক্ষেপ নিয়েছে। এই সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
মানববন্ধনে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, নেপালের পাশে দাঁড়ানোটা এখন নৈতিক দায়িত্ব। কেননা, মহান মুক্তিযুদ্ধে নেপালই প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল।