পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে আঙুলে চোট পান বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। এক্সরে রিপোর্টে জানা গিয়েছিল মুশফিকের সমস্যা গুরুতর কিছু নয়। তবে তৃতীয় দিন তিনি মাঠে নামেননি। কারণ, তার ব্যথা এখনো কমেনি। তাই ইমরুল কায়েস উইকেট রক্ষকের দায়িত্ব পালন করছেন। আর অধিনায়কের দায়িত্ব পালন করছেন সহ-অধিনায়ক তামিম ইকবাল।
এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘মুশফিকের ব্যথা এখনও কমেনি। তাই ওকে বিশ্রামে রাখা হয়েছে।স্বাভাবিকভাবে যদি ব্যাথা কমে তাহলে তো ভালোই। আর যদি না কমে তাহলে অন্য ব্যবস্থা নেওয়া হবে।’
আগামীকাল (টেস্টের চতুর্থ দিনে) মুশফিক মাঠে নামবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ব্যথা কমার ওপরই সব কিছু নির্ভর করছে। তবে বিষয়গুলো এখন টিম ম্যানেজমেন্টের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। তারা যেটা ভালো মনে করবেন সেটাই করা হবে।’
ধারণা করা হচ্ছে ফিল্ডিং করতে আর মাঠে নাও নামানো হতে পারে মুশফিককে। কারণ, তাহলে তিনি আবাও ব্যাথা পেতে পারেন। ব্যথার সমস্যা কাটিয়ে যাতে ব্যাট হাতে ভালো করতে পারেন সেদিকেই নজর দিচ্ছে টিম ম্যানেজমেন্ট।