‘উন্নয়নশীল দেশের কাতারে পৌঁছানো সময়ের ব্যাপার’

প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. গওহর রিজভী বলেছেন, ডিজিটাল বাংলাদেশ ২০২১ সালের মধ্যে উন্নয়নশীল দেশের কাতারে পৌঁছানো এখন সময়ের ব্যাপার মাত্র।

বৃহস্পতিবার মিরপুর সেনানিবাসস্থ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের বিজয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ এখন অনেকদূর এগিয়ে গেছে। বিশ্বপরিমন্ডলে বাংলাদেশের ভাবমূর্তি আর তলাবিহীন ঝুড়ি নয়। এ সময় তিনি আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের নেতৃত্বের বিকাশ এবং শক্ত অবস্থানের কথাও উল্লেখ করেন।

বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব সিকিউরিটি অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজের ডিন কমডোর জোবায়ের আহমেদের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর চীফ অব জেনারেল স্টাফ লে. জেনারেল মো. মইনুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেজর জেনারেল শেখ মামুন খালেদ, এসইউপি, পিএসসি। অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রভাষক আবদুল্লাহ শাহনেওয়াজ।

এছাড়া অনুষ্ঠানে প্রবন্ধ বক্তা হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান, সাবেক রাষ্ট্রদূত মো. হুমায়ূন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *