মহানবীকে কটূক্তিকারী জেল হাজতে

ঢাকা: ফেসবুকে হযরত মুহাম্মদ (স:) এর নামে আপত্তিকর মন্তব্য প্রচার করার অপরাধে করা মামলায় মিহির রঞ্জন রায় ওরফে প্রিন্স রায় নামে এক আসামিকে জেল হাজতে পাঠিয়েছেন ট্রাইবুনাল।

বুধবার সাইবার ট্রাইব্যুনাল বাংলাদেশের বিচারক কে এম শামসুল আলম আত্মসমর্পনকারী ওই আসামির জামিন আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নজরুল ইসলাম শামীম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ২০১৩ সালের ৫ অক্টবর এ আসামি নবীজী’র সম্পর্কে বিভিন্ন আপত্তিকর মন্তব্য ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে দেয় এবং এই অপরাধে তার বিরুদ্ধে এই মামলাটি করা হয় ।

এর আগে সুনামগঞ্জে জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পন করে জামিন পেলেও সাইবার ট্রাইবুনালে এসে আত্মসমর্পন করলে বিচারক মিহির রঞ্জনের জামিন নাকচ করে হাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।

৮ thoughts on “মহানবীকে কটূক্তিকারী জেল হাজতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *