ভূমিকম্প বিধ্বস্ত দক্ষিণ এশিয়ার দেশ নেপাল ভ্রমণে সতর্কতা জারি করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কতার কথা জানানো হয়।
গত শনিবার নেপালে ৭.৯ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে হাজার মানুষ হতাহত ও ব্যাপক ক্ষয়ক্ষতির চারদিন পর এ সতর্কতা জারি করা হলো। সংবাদ বিজ্ঞপ্তিতে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নেপাল ভ্রমণে বাংলাদেশিদের নিরুত্সাহিত করা হয়েছে।
এদিকে, শনিবারের প্রথম ভূমিকম্পের পর দেশটি বেশ কয়েকবার ভূমিকম্পের পরাঘাত বা আফটার শকের কবলে পড়েছে। এরমধ্যে গতকাল মঙ্গলবারও দুই আফটার শকের কবলে পড়ে প্রতিবেশি এই দেশটি। এ কারণে এখনও দেশটির লাখ লাখ মানুষ খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছে।
উল্লেখ্য, ভূমিকম্পে এখন পর্যন্ত পাঁচহাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ সংখ্যা দশহাজার ছাঁড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন নেপালের প্রধানমন্ত্রী।
Alam Shabuz liked this on Facebook.
Md Sohail liked this on Facebook.
Md Sujon liked this on Facebook.
Mizanur Rahaman liked this on Facebook.
Md Rushu liked this on Facebook.