জরিপে ছিল, কমপক্ষে দুটিতে জিততে যাচ্ছি : জয়

‘কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আজ বেশ শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তাঁর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি দাবি করেছেন, ‘ঢাকা এবং চট্টগ্রামে মোট দুই হাজার ৭০০ ভোটকেন্দ্রের মাঝে মাত্র দুটি স্থানে অনিয়মের খবর পাওয়া গেছে। গণমাধ্যমে আরো কিছু খবর আসছে, তবে তা মোট দুই হাজার ৭০০ কেন্দ্রের তুলনায় নগণ্য।’

আজ মঙ্গলবার রাত ৯টার দিকে ফেসবুকে এক স্ট্যাটাসে এ দাবি করেন জয়। এতে তিনি বলেন, ‘ভোট শুরুর আগ থেকেই আমরা খবর পাচ্ছিলাম যে বিএনপি নির্বাচন বর্জন করবে। সত্যিকারের কারণটি হচ্ছে, তারা জানত যে তারা হেরে যাবে। আমাদের এবং অন্যান্য গ্রহণযোগ্য জরিপে দেখা গেছে, তিনটির মাঝে কমপক্ষে দুটি, এমনকি হয়তো তিনটিই আমরা জিততে যাচ্ছি।’

প্রধানমন্ত্রীর ছেলে আরো বলেন, ‘শতাংশের হিসেবে ২০১৩-তে হওয়া পাঁচ সিটি করপোরেশনের নির্বাচন যেখানে বিএনপি পাঁচটিতেই জয় লাভ করেছিল, সেই নির্বাচনে আক্রান্ত কেন্দ্রের সংখ্যার তুলনায় এটি বেশ কম।’

‘নির্বাচন কমিশনের দায়িত্ব তদন্ত সাপেক্ষে দরকার হলে আক্রান্ত ভোটকেন্দ্রসমূহে পুনঃভোট করা’ বলেন জয়।

One thought on “জরিপে ছিল, কমপক্ষে দুটিতে জিততে যাচ্ছি : জয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *