অর্ধেক হ্যাপি সিইসি

তিন সিটি কর্পোরেশনের নির্বাচন নিয়ে এখন পর্যন্ত ‘অর্ধেক হ্যাপি’ প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ। মঙ্গলবার সন্ধ্যায় ভোট পরবর্তী সংবাদ সম্মেলনে নিজের প্রতিক্রিয়া জানান তিনি।

সেনাবাহিনীকে সেনানিবাসে প্রস্তুত রেখে তাদের ছাড়াই নির্বাচন সফল করতে পেরে তিনি কতোটা সন্তুষ্ট জানতে চাইলে সিইসি বলেন, ভোটগ্রহণ শেষ হয়েছে, এখন গণনা চলছে। এখন পর্যন্ত আমি অর্ধেক হ্যাপি। ফলাফল শেষে সম্পূর্ণ হ্যাপি হবো।

নির্বাচন সুষ্ঠু হয়েছে দাবি করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, কোনো কেন্দ্রে অনিয়মের প্রমাণ পেলেই আমরা ব্যবস্থা নিয়েছি।

বিএনপির নির্বাচন বর্জন তাদের দলীয় ব্যাপার এবং তারা কমিশনে আনুষ্ঠানিক কোনো চিঠিও দেয়নি বলে জানান রকিবউদ্দীন আহমদ।

তিনটি কেন্দ্রে যে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে এটাকে বিচ্ছিন্ন ঘটনা উল্লেখ করে সিইসি জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা বাহিনী আরও একদিন মাঠে থাকবে।

সেনাবাহিনীর তিনটি ব্যাটালিয়নেরও যে কোনো প্রয়োজনে সাড়া দিতে বুধবার পর্যন্ত সেনানিবাসের ভেতরেই প্রস্তুত থাকার কথা। বিএনপিসহ কয়েকটি দলের দাবির মুখে ইসি প্রথমে নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিলেও পরে জানানো হয়, তারা সেনানিবাসেই থাকবে, প্রয়োজনে ডেকে পাঠানো হবে।

৩ thoughts on “অর্ধেক হ্যাপি সিইসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *