দেশের অন্যতম শীর্ষ ই-কমাস সাইট ব্র্যানো ডটকমের (http://branoo.com) স্পনসরে ও সোর্সটিউট ডটকমের (http://sourcetune.com) মাধ্যমে ই-কমার্স রাইটিং প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
১৫ এপ্রিল থেকে শুরু হওয়া ব্র্যানো ডটকমের স্পন্সরে ও সোর্সটিউন ডটকমের যৌথ উদ্যোগে ‘ব্রানো ই-কমার্স রাইটিং প্রতিযোগিতা’ নামক এই প্রতিযোগিতাটি চলবে আগামী ১৪ মে পর্যন্ত।
ই-কমার্সকে নিয়ে লেখার প্রতিযোগিতাটি প্রযুক্তি প্রিয় মানুষের কাছে ইতিমধ্যে সাড়া ফেলেছে এবং বিভিন্ন প্রতিযোগী তাদের ই-কমার্স সম্পৃক্ত লেখা সোর্সটিউন ডটকমে নিয়মিত প্রকাশ করে যাচ্ছে। এই প্রতিযোগিতা শেষে এপ্রিল-মে মাসের সেরা তিনজন (যথাক্রমে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়) লেখককে ব্রানো ডটকমের পক্ষ থেকে প্রদান করা হবে আকর্ষণীয় গিফট হাম্পার।
প্রতিযোগিতাটির উদ্দেশ্যে হচ্ছে, দেশের মানুষকে বাংলা ভাষায় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক লেখালেখিতে আগ্রহী করে তোলা এবং সর্ব সাধারণের কাছে ই-কমার্স বিষয়ে সুস্পষ্ট ধারণা তৈরি করা।
ব্র্যানো ডটকমের প্রধান নির্বাহী রাজীব রায় বলেন, ‘মাতৃভাষায় প্রযুক্তি জ্ঞান শিক্ষা এবং আধুনিক সমাজের মানুষকে ই-কমার্স বিষয়ে উদ্বুদ্ধ করে তোলার জন্যই আমরা এই প্রতিযোগিতার আয়োজন করেছি।’
সোর্সটিউন ডট কমের প্রতিষ্ঠাতা এভিনিউ সাংমা বলেন, ‘প্রতিযোগিতাটির মাধ্যমে বর্তমান তরুণ সমাজ প্রযুক্তি শিক্ষার প্রতি আরো বেশি আগ্রহী হবে এবং প্রতিযোগিতায় তরুণদের অংশগ্রহণই বেশি লক্ষণীয়। তাই আশা করা যাচ্ছে প্রতিযোগিতাটির মাধ্যমে আরো অনেক মানুষ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে জ্ঞান অর্জন ও লেখালেখি করতে উৎসাহী হয়ে উঠবে এবং ই-কমার্স বিষয়ে সবাইকে অবগত করার মাধ্যমে এই সেক্টরে ভালো একটা প্রভাব পরবে।’
প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে এবং এর নিয়মাবলি সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট : http://branoo.com/braonoo-ecommerce-writing-competition।