কাকে ম্যাসেজ দিব ।কার কাছে
জানতে চাইবো কেমন আছো ?
,,
সবাই তো ব্যস্ত ।ভিষন ব্যস্ত ।
ম্যাসেজ দেখার ই সময় পায় না ।
আনসীন ই থেকে যায় প্রতিটি
ম্যাসেজ ।শুধু শুধু অন্যকে
বিরক্ত করা ।
,,
কাকে বলবোঃ
ফোনটা একটু খোলা রেখো !কয়েক
সেকেন্ড কথা বলতে চাই ।
,,
ফোনটা খোলাই থাকে শুধু কল
দিলেই ডিসপ্লে ভেসে আসে
ওয়েটিং বা শুনতে হয় সে এখন
ব্যস্ত ।
,,
এখন আর কেউ ফ্রী থাকতে চায় না ।
সবাই একটু কথা বলতে চায় ।জমিয়ে
আলাপ করতে চায় কিম্বা দিতে চায়
অল্প কিছু আড্ডা । ,,
কার নরম হাত ধরে একটু ঘুরতে
চাইবো ?? ,,
সবাই তো নিজের হাতের মুঠি শক্ত
করে ধরে আছে অন্য কারো হাত ।কেউ
আর এখন হাতের মুঠি খালি রাখতে
চায় না । ,,
কাকে বলবোঃ
বেলকুলনি তে একটু এসে দাঁড়াও !
তোমাকে আমার দেখতে ইচ্ছা করছে
।
,,
বেলকুলনি তে সে ঠিকি এসে
দাঁড়ায় ।শুধু দেখা যায় ,আমার
আসার আগেই তার জন্য বাড়ির
সামনে কেউ একজন চশমা চোখে
দাঁড়িয়ে আছে ।
,,
কাকে সাথে নিয়ে জ্যোত্স্নার
স্নিগ্ধ আলো দেখবো ?
,,
জ্যোত্স্নার আলো দেখার আগেই
তো কালো মেঘ এসে ঢেকে দেয় ।মুখ
ফিরিয়ে নেয় জ্যোত্স্নার
আলোরা ।
,,
কাকে বলবোঃ
কপালে একটা লাল টিপ দিও ।দেখতে
বেশ ভালোই লাগে ।কি দিবে না
কপালে লাল টিপ টা ??
,,
নীল টিপ টা কপালের মাঝখানে
শোভা পায় ।কারন অন্য কারো
পছন্দের নীল টিপ টা তাকে পড়তে হয়
।
,,
কাকে বলবোঃ
দক্ষিনের জানালা খুলে এসে
তুমি দাঁড়াও । তোমার ছুঁয়ে আসা
বাতাস আমি গায়ে মাখতে চাই !
,,
সে দক্ষিনের জানালা টা বন্ধ করে
রুমের ভেতর ফ্যানের বাতাস নিতে
থাকে ।তার নাকি খোলা বাতাস
তার শরীরে সহ্য হয় না ।ঠান্ডা
লাগে ।বারন করে দিয়া । ,,
কাকে বলবো ,ভালবাসার চারটি
অক্ষত অক্ষর !!
ভালবাসি
,,
সবাই এখন বিরক্ত ।ভালবাসি কথাটা
শুনতে শুনতে সবার অসস্তি লাগে ।
বিরক্তি লাগে তাদের ।না বলাই
থেকে যায় ।কখনো আর বলা হয় না ।
,,
,,
,,
চাওয়া গুলো সম্পূর্ন কাল্পনিক ।
কারো সাথেই মিলে না ।
অগোছালো ।তবুও থাকে ।
,,
কেউ কেউ হয়তো এভাবেই তার প্রিয়
মানুষটি কে চায় ।কিন্তু পাওয়ার
মানুষের সংখ্যা খুব ই কম ।
,,
কেউ বলতে গিয়েও মুখ বন্ধ করে
ফেলে তার সামনের জুটি কে দেখে
।কেউ হাত ধরতে গিয়েও হাত
ফিরিয়ে আনে ।হাত টা অন্যকে ধরে
থাকার কারনে ।
,,
ভালবাসার কাব্য ,ছন্দে মিলিত
কিছু লাইন হয়তো কবিত ।কিন্তু
শোনানো হয় না ।বুক পকেটেই চাপা
পড়ে থাকে ।নয়তো বইয়ের কিছু
পৃষ্ঠার ভাজে ।
,,
কাকে শোনাতে চাইবে এই থার্ড
ক্লাস মার্কা কবিতা ।দুর ছাই ,এসব
শোনার টাইম আছে ।তার কানে দামি
কবিদের মন্ত্র পাঠ করে শোনানো
হয় ।
,,
এখন কেউ আর একা থাকে না ।মনের
সিংহাসনে বসিয়ে রাখে তার
পছন্দের মানুষটি কে ভালবাসার
মানুষটি কে । ,,
আর নয়তো মনের চিলেকোঠায়
অকোপটেই আঁকিয়ে রাখে তার
স্বপ্নের মানুষটি কে । ,,
সব শেষে সিট খালি নেই….
———————-অন্তু রহমান আমিত
One thought on “স্বপ্নের ভালবাসা !”