টাকা নিলেও ভোট দেবেন না

ঢাকা: গত রোববার ২ ঘণ্টার ব্যবধানে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের বিরুদ্ধে ‘নিম্নবিত্ত ও বস্তি এলাকায় গরিব মানুষের ভোট কেনার অভিযোগ পাওয়া যাচ্ছে’ উল্লেখ করে খালেদা জিয়া তার বক্তব্যের এক পর্যায়ে ভোটারদের উদ্দেশে বলেন, ‘মনে রাখবেন, দেশের সম্পদ লুটপাট করে এবং আপনাদের রক্ত শুষে এরা টাকার পাহাড় গড়েছে। কাজেই এরা যে টাকা বিলাচ্ছে, সেটা আপনাদেরই টাকা। ওদের কাছ থেকে এ টাকা নিলেও ভোট বিক্রি করবেন না। টাকা নেবেন কিন্তু বিবেক অনুযায়ী ভোট দেবেন। কারণ, ভোট বিক্রি আর ঈমান বিক্রি একই কথা।’

খালেদা জিয়ার এই বক্তব্যের দুই ঘণ্টা পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার জবাবে বলেন, ‘টাকা নেয়া এবং বেঈমানি করা বিএনপি নেত্রীর স্বভাব।’

সোমবার সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দুই নেত্রীর এই বক্তব্য প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ‘আমাদের নেত্রী যেটা বলেছেন, সেটা সঠিক বলেছেন।’

বিএনপি সমর্থিত প্রাথীদের বিরুদ্ধে ভোট কেনার অভিযোগ সম্পর্কে মওদুদ আহমেদ বলেন, ‘এটা ডাহা মিথ্যা কথা।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আযম খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন, শামীমুর রহমান, কেন্দ্রীয় নেতা রফিক শিকদার, হেলেন জেরিন খান, শাম্মী আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

১২ thoughts on “টাকা নিলেও ভোট দেবেন না

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *