ফেনীর আ.লীগ নেতাকর্মীরা এখন চট্টগ্রামে

রাত পোহালেই চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন। নির্বাচনকে ঘিরে ফেনীর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েক হাজার নেতাকর্মী চট্টগ্রামে অবস্থান করছেন।

তারা চট্টগ্রাম নগরীর নিউমার্কেট, সল্টগোলা, ঝাউতলা রেল ক্রসিং ও অলংকার এলাকার ভোটকেন্দ্রগুলোর আশপাশে অবস্থান নিয়েছে বলে অনুসন্ধানে জানা গেছে।

এদিকে সোমবার এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করে বলেছেন, ‘ফেনীর নামকরা এক সন্ত্রাসীর নেতৃত্ব হাজারো সরকার দলীয় ক্যাডার চট্টগ্রামে অবস্থান করছে। তারা সল্টগোলা এলাকায় বিজিএমইএ রেস্ট হাউজ, পাঠানটুলী ও স্টেশন রোডের বিভিন্ন হোটেলে অবস্থান করছে। গত ২৫ এপ্রিল রাত ১২টার পর চট্টগ্রামে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ হলেও সরকার দলীয় প্রার্থীর পক্ষে অনেক বহিরাগত এখনো অবস্থান করছেন। ইসি ও পুলিশ এসব জেনেও কিছু করছে না।’

দলীয় সূত্রে জানা গেছে, সিটি করপোরেশনের নির্বাচনের প্রচারণার পর থেকে ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী চট্টগ্রামে বিভিন্ন স্থানে ‘নামে-বেনামে সমিতির’ ব্যানারে সমাবেশ করছেন। পাশাপাশি বিভিন্ন নেতাকর্মীরা লাগাতার অবস্থান করছেন।

আরো জানা গেছে, মঙ্গলবার চসিক নির্বাচনে করণীয় নির্ধারণে আগ্রাবাদ হোটেলের লবিতে চট্টগ্রাম ১১ নং আসনের সংসদ সদস্য এম এ লতিফ এক বৈঠক করেছেন।

বৈঠকে উপস্থিত ছিলেন- ফেনী জেলা যুবলীগের আহবায়ক ও দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক স্বপন মিয়াজী, যুবলীগ নেতা আপন, জেলা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক বাহার উদ্দিন বাহার, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেছবাউল হায়দার চৌধুরী সোহেল, পরশুরাম পৌরসভা মেয়র সাজেল চোধুরী উপস্থিত ছিলেন।

এদিকে নগরীতে বহিরাগত সন্ত্রাসীদের মিলনমেলায় পরিণত হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেছেন, ‘চট্টগ্রামের পাশ্ববর্তী জেলাগুলোর বিভিন্ন এলাকা থেকে দলীয় ক্যাডারদের চট্টগ্রাম শহরে আনা হয়েছে। ফেনীর নামকরা একজন সন্ত্রাসীর তত্ত্বাবধানে কয়েক হাজার দলীয় ক্যাডার ইতিমধ্যে চট্টগ্রামে এসে অবস্থান করছে। সল্টগোলাতে বিজিএমইএর রেস্ট হাউজে এসব সন্ত্রাসীরা অবস্থান করছে।’

এদিকে চট্টগ্রামে ব্যাপকহারে বহিরাগত অবস্থানের কারণে নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিয়ে সংশয়ে আছেন ভোটাররা।

৫ thoughts on “ফেনীর আ.লীগ নেতাকর্মীরা এখন চট্টগ্রামে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *