আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ১০ ভাগ ভোটও পাবে নাঃকাদের সিদিদকী

ভোটাররা যদি সিটি নির্বাচনে ভোট দিতে পারে, তাহলে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ১০ ভাগ ভোটও পাবে না বলে দাবি করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম। ক্ষমতা গেলে আওয়ামী লীগের নেতারা রাস্তা দিয়ে হাঁটতে পারবেন না, বোরকা পড়ে চলতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

ময়মনসিংহের ফুলপুর ডাকবাংলো প্রাঙ্গণে সোমবার এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আইয়ুব খানের শাসনামলেও কিছু মানুষ ভোট দিতে পেরেছে, কিন্তু শেখ হাসিনা সে অধিকারও কেড়ে নিয়েছে -এমন অভিযোগও করেন বঙ্গবীর। এ সময় তিনি ৫ জানুয়ারির ভোট চুরির নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার গণতন্ত্রকে হত্যা করেছে, রাজনীতিকে মানুষের কাছে নিন্দনীয় করেছে বলেও অভিযোগ করেন। বঙ্গবীর বলেন, সরকার এমন জালেম ও জাহেল হয়েছেন যে তিনি অন্তর থেকে কাঁদতেও পারেন না, তাকে গ্লিসারিন দিয়ে কাঁদতে হয়।

কৃষক শ্রমিক জনতা লীগ ফুলপুর উপজেলা কমিটির সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম-সম্পাদক ইকবাল সিদ্দিকী, ময়মনসিংহ জেলা কমিটির সাধারণ সম্পাদক আনিসুর রহমান, ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির আহবায়ক রিফাতুল ইসলাম দীপ, কাশেম মেম্বার, শাহীনুর আলম প্রমুখ।

প্রসঙ্গত প্রধানমন্ত্রীকে আলোচনায় বসতে এবং খালেদা জিয়াকে অবরোধ প্রত্যাহার করার আহ্বান জানিয়ে ২৮ জানুয়ারি থেকে টানা ৬৪ দিন মতিঝিলের ফুটপাতে অবস্থান শেষে ২ এপ্রিল থেকে সারা দেশে অবস্থান কর্মসূরি পালন শুরু করেন কাদের সিদ্দিকী। এ কর্মসূচির ৯১তম দিনে তিনি সোমবার ময়মনসিংহের ফুলপুরে অবস্থান করেন। মঙ্গলবার ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায় অবস্থান করবেন বলে জানা গেছে।

আতিক/প্রবাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *