ভূমিকম্পের গুজব, ফেসবুকেও ঝড়

একজন বলছেন, এক ঘণ্টা পর ভূমিকম্প হবে, অন্যজন বলছেন, না, দুই ঘণ্টা পরে হবে। আবার কেউ টিভির খবর উল্লেখ করে বলছেন, তিন ঘণ্টার মধ্যেই হবে ভূমিকম্প। শুধু মুখে মুখেই নয়, ফেসবুকেও ছড়িয়ে পড়েছে এসব গুজব। ফেসবুকের কল্যাণে এখন এ গুজব ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

কোনো কোনো এলাকায় আবার মাইকিংও করা হয়েছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যেই শুরু হবে ভূমিকম্প।

রোববার সন্ধ্যার পর থেকে রাজশাহী নগরসহ পুরো উত্তরাঞ্চল জুড়ে এমন গুজব ছড়িয়ে পড়েছে। এর আগে দুপুরে ভূমিকম্পের আফটার শকের পরে মানুষের মধ্যে এ আতঙ্ক ছড়ায় জোড়ালোভাবে। যে যেখানে যেমন সংবাদ পাচ্ছেন তা মুঠোফোনের মধ্যমে ছড়িয়ে দিচ্ছেন আত্মীয়-স্বজনদের মধ্যে।

রাত ১০টার দিকে বগুড়ার সাংবাদিক চপল সাহা তার ফেসবুকে স্ট্যাটাস দেন- আবারও ভুমিকম্পের গুজব ছড়িয়ে মানুষকে ভয় দেখানো হচ্ছে.!!!!!!!! প্রথমে বলা হল রাত সাড়ে ৯টা..এখন বলা হচ্ছে রাত ১০ টা……..

তিনি আরো বলেন, ফেসবুকে যারা এমন গুজব ছড়াচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলছি, পৃথিবীতে এখন পর্যন্ত মানুষ এর আগাম সংবাদ দিতে পারেনি, এরকম যন্ত্র আবিষ্কার হলে পৃথিবীতে এত মানুষের মৃত্যু হতো না…..

এভাবে অনেকেই স্থানীয় সাংবাদিকদের কাছে ভূমিকম্পের পূর্বাভাষ না গুজব প্রচার করা হচ্ছে সে সম্পর্কে জানতে ফোন করেন।

এদিকে, সন্ধ্যায় রাজশাহী নগরীর হেতম খাঁ এলাকায় একটি নারী শিক্ষার্থীদের একটি মেসের সকল বাসিন্দা নেমে আসেন রাস্তায়। তারা প্রায় দুই ঘণ্টা রাস্তায় অপেক্ষা করেন। পরে আবার তারা ফিরে যান ওই ভবনে। তাদের কাছে সংবাদ ছিলো দুই ঘণ্টার মধ্যে ভূমিকম্প আঘাত হানবে।

তবে আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা বলেছেন, এক ঘণ্টা বা দুই ঘণ্টা পর ভূমিকম্প হবে- এমন পূর্বাভাস দেয়া যায় না। এসব গুজব।

১০ thoughts on “ভূমিকম্পের গুজব, ফেসবুকেও ঝড়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.