বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : অনেকেই অ্যান্ড্রয়েড স্মার্টফোনে বিভিন্ন অ্যান্টিভাইরাস ইনস্টল করেন। এক্ষেত্রে গুগল প্লে স্টোরে বিভিন্ন অ্যান্টিভাইরাস পাওয়া যায়। কিন্তু অ্যান্ড্রয়েড স্মার্টফোনে অ্যান্টিভাইরাস ইনস্টল করার দরকারই নেই, এমনটাই দাবী করেছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম নির্মাতা গুগল।
গুগলের অ্যান্ড্রয়েড বিভাগের প্রধান ইঞ্জিনিয়ার আদ্রিয়ান লুডউইগ বলছেন, গুগল নিজেই সবসময় ম্যালওয়ারের জন্য স্ক্যান করে। সব মিলিয়ে মাত্র এক শতাংশের কম অ্যান্ড্রয়েড ফোনে ম্যালওয়্যারজনিত সমস্যা মিলেছে।
দ্য রেজিস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে লুডইউগ বলেছেন, অ্যান্টিভাইরাস আপনার ফোনের স্পেস ও ব্যাটারি ক্ষয় করে। অ্যান্ড্রয়েডে আর কোনো কাজে লাগে না অ্যান্টিভাইরাস। তিনি আরো বলেন, প্রতিটি অ্যান্ড্রয়েড ডিভাইসকেও গুগল নিজে প্রতি সপ্তাহে একবার করে স্ক্যান করে।
রাজ/প্রবাস নিউজ