স্বপদে ফিরছেন জাফর ইকবালসহ ৩৫ শিক্ষক

সিলেট: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের ৩৭টি পদে থেকে পদত্যাগকারী সরকার সমর্থিত মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদের ৩৫ শিক্ষকই স্বপদে দায়িত্ব পালনের সিদ্ধান্ত নিয়েছেন। তাদের মধ্যে জনপ্রিয় লেখক ড. জাফর ইকবালও রয়েছেন।

শুক্রবার শাবির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ইলিয়াস উদ্দিন বিশ্বাস সাংবাদিকদের কাছে কথা জানিয়েছেন।

ইলিয়াস উদ্দিন বিশ্বাস জানান, পদত্যাগকারী শিক্ষকরা আপাতত দায়িত্ব পালনের সিদ্ধান্ত নিয়েছেন। তবে তারা পদত্যাগপত্র প্রত্যাহার করবেন না।

এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আমিনুল হক ভূঁইয়ার পদত্যাগের সিদ্ধান্ত চূড়ান্ত না হওয়া পর্যন্ত পদত্যাগপত্র প্রত্যাহার করবেন না বলে জানিয়েছেন পরিষদের আহ্বায়ক অধ্যাপক সৈয়দ সামসুল আলম।

তিনি বলেন, ‘ভিসির দীর্ঘ ছুটিকে আন্দোলনের প্রাথমিক বিজয় বলে আমরা মনে করি। তাই বিশ্ববিদ্যালয়ের স্থিতিশীলতার স্বার্থে পদত্যাগকারী শিক্ষকরা স্বপদে দায়িত্ব পালনের সিদ্ধান্ত নিয়েছেন। তবে ভিসির পদত্যাগ ব্যতিত শিক্ষকদের পদত্যাগপত্র প্রত্যাহার করা হবে না।’

প্রসঙ্গত, শাবি উপাচার্য আমিনুল হক ভূঁইয়ার বিরুদ্ধে ‘সীমাহীন দুর্নীতি, স্বজনপ্রীতি, শিক্ষকদেরকে অপমান ও স্বেচ্ছাচারিতার’ অভিযোগ এনে শিক্ষক পরিষদের ৩৫ শিক্ষক গত সোমবার পদত্যাগপত্র জমা দেন। এরপর গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় দুই মাসের ছুটিতে যাওয়ার সিদ্ধান্ত নেন উপাচার্য।

৫ thoughts on “স্বপদে ফিরছেন জাফর ইকবালসহ ৩৫ শিক্ষক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *