টুকরো টুকরো মাঠের ছবি

ঢাকা: মাশরাফি বাহিনীর সমানে বাংলাওয়াশের হাতছানি। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ১৬ বছরের আক্ষেপ ঘোচানো হয়েছে আগেই। এমনকি এক ম্যাচ হাতে রেখে ঐতিহাসিক সিরিজও জিতে নিয়েছে বাংলাদেশ দল। তৃতীয় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নামলো পাকিস্তান। বাংলাদেশি বোলারদের সাঁড়াশি বোলিংয়ের সামনে মাত্র ২৫০ রানে থেমে যেতে হলো সফরকারীদের।

আজ (বুথবার) শুরু থেকেই উজ্জীবিত বাংলাদেশ। প্রাণবন্ত গ্যালারি। দশম ধবলধোলাই গড়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ। এমন একটি ম্যাচ পরতে-পরতে উপভোগ করেছে দর্শকরা। বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে মাঠের মধ্যে তৈরি হয়েছে ছোট ছোট নানা ঘটনা।

আবারও আরাফাতের বলে বোল্ড হাফিজ
দলে অভিজ্ঞ খেলোয়াড় হিসেবে তার কাছেই প্রত্যাশা বেশি ছিল পাকিস্তানের অধিনায়ক আজহার আলির। কিন্ত অভিজ্ঞতার ছিটে ফোটাও দেখাতে পারেননি ১৫৭ ওয়ানডে খেলা মোহাম্মদ হাফিজ। আইসিসির পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আবারো বোলিং করার অনুমতি পান তিনি। দু’দিন আগে পাওয়া এমন সংবাদে নিশ্চয় খুশি তার মন। কিন্তু অলরাউন্ডার হিসেবে সেই খুশির ঝলক দেখা যাচ্ছে না তার ব্যাটে। সকল আনন্দ মাটি করার মুলে বাংলাদেশের বোলাররা।
বিশ্বকাপে ইনজুরির কারণে সুযোগ মেলেনি। তাই বাংলাদেশের বিপক্ষে পরিক্ষামুলক ছিল তার অলরাউন্ডিং পারফরমেন্স। কিন্তু ব্যাটিংয়ে ব্যার্থ হন তিনি। টানা দ্বিতীয়বার আরাফাত সানির বলে বোল্ড হন তিনি। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচে তার সংগ্রহ মাত্র ১২ রান। প্রথম ও তৃতীয় ম্যাচে ৪ করে ৮ এবং দ্বিতীয় ম্যাচে শূন্য রানে আউট হন তিনি।

একাদশ বঞ্চিত আজমল
এই প্রথমবার ফর্ম ধরে রাখতে না পারায় একাদশের বাইরে থাকতে হয়েছে সাঈদ আজমলকে। ২০০৮ থেকে ২০১৪ সাল (আগষ্ট) পর্যন্ত জাতীয় দলের হয়ে টানা ম্যাচ খেলেন তিনি। যোগ্যতা দিয়ে দলের অপরিহার্য সদস্য হিসেবে নিজেকে উপস্থাপন করেছেন। কিন্তু আইসিসির অবৈধ বোলিং অ্যাকশনের খড়গে পড়ে দলে জায়গা হারান আজমল। পরে আইসিসির পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আবারো বোলিং করার অনুমতি পান। কিন্তু হারানো গৌরব পুনরুদ্ধার করতে পারেননি। বিশ্বকাপে জায়গা না পাওয়া আজমল বাংলাদেশের বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজ দিয়ে আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন। তবে টাইগারদের বিপক্ষে দুই ম্যাচে আশানুরূপ পারফরম্যান্স করতে না পারায় তৃতীয় ওয়ানডেতে জায়গা হারান তিনি।

519A4444শুরুতে নড়বড়ে রুবেল
ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে রুবেল হোসেনকে তাঁতিয়ে দিয়েছিলেন পাকিস্তানি পেস অলরাউন্ডার ওয়াহাব রিয়াজ। শুক্রবার মিরপুরে দু’জনের মধ্যে হয়েছিল কথার-যুদ্ধ। সেই রেশ ছিল সিরিজের তৃতীয় ম্যাচেও। রুবেলকে বল করতে দেখে শুরুতই স্বাগতিক দলের বোলারকে ভড়কে দেওয়ার ফন্দি আঁটলেন পাকিস্তানি ওপেনাররা। ফলে এদিন শুরুতে আজহার আলী ও সামি আসলামের সামনে ততোটা ভালো করতে পারেনি। যদিও শেষ দিকে এ ডানহাতি পেসার ২টি উইকেট পান। কিন্তু তৃতীয় ওয়ানডেতে রান দেওয়ার ক্ষেত্রে ততোটা মিতব্রায়ী ছিলেন না স্বাগতিক দলের এ ডানহাতি দ্রুতগতির বোলার।

২০২তম সামি
পাকিস্তানের ২০২তম ওয়ানডে ক্রিকেটার হিসেবে অভিষেক হয়েছে পাঞ্জাবের তরুণ বামহাতি ব্যাটসম্যান সামি আসলামের। বুধবার বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে অভিষেক হয়ছে তার। উইকেটরক্ষক ব্যাটসম্যান সরফরাজ আহমেদের বাজে ফর্মের কারণে একাদশে সুযোগ মেলে তার। অভিষেক হওয়া ম্যাচটিতে কৃতিত্বের ছাপ রাখেন তিনি। নাসির হোসেনের বলে উইকেটের পেছনে মুশফিকের তালুবন্দি হওয়ার আগে ৪৫ রান করেন সামি।

মাশরাফির পরে সাকিব
এক ম্যাচ আগেই ১৫০ ওয়ানডের মাইলফলক ছুঁয়েছেন মাশরাফি বিন মতুর্জা। বাংলাদেশের তৃতীয় ওয়ানডে ক্রিকেটার হিসেবে ওই মাইলফলক স্পর্শ করেন তিনি। বুধবার মাশরাফির নামের পাশে নাম লেখালেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও। মোহাম্মদ আশরাফুল (১৭৫), আব্দুর রাজ্জাক (১৫৩) এবং মাশরাফির (১৫১) পর চতুর্থ ক্রিকেটার হিসেবে ১৫০তম ওয়ানডে খেলার কৃতিত্ব দেখালেন সাকিব। বল-হাতে ৩৪ রান খরচায় তুলে নিলেন ২টি উইটে।

গুলের ভুল
ইনজুরির কারণে বিশ্বকাপের খেলা হয়নি ওমর গুলের। এমনকি ইনজুরি থেকে পুরোপুরি ফিট না হওয়ায় বাংলাদেশের বিপক্ষে প্রথম দুটি ওয়ানডের দলে ছিলেন না এ পাকিস্তানি ডানহাতি পেসার। শেষ পর্যন্ত টি২০ দলেও থাকলেও সফরকারীদের পেস ডিপার্টমেন্টের শক্তি বাড়াতে শেষ ওয়ানডের দলে ফিরেছিলেন গুল। অনেকদিন পর ব্যাট হাতে দলকে বড় কিছু করতে না পারলেও সম্মানজনক রান করবেন বলেই বিশ্বাস ছিল পাকিস্তানি অধিনায়কের। কিন্তু অধিনায়কের বিশ্বাস ভুল বলে প্রমান করলেন এ ডানহাতি পাকিস্তানি পেসার। সাকিবের সরাসরি থ্রোতে শুন্যতে রানআউট হলেন ওমর গুল।

৩ thoughts on “টুকরো টুকরো মাঠের ছবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *