বুয়েটের বিরুদ্ধে দুর্বার আন্দোলনের হুমকি ছাত্রলীগের

ঢাকা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ছাত্রলীগ শাখার সভাপতি শুভ্রজ্যোতি টিকাদার ও সাধারণ সম্পাদক আবু সাঈদ কনককে বহিষ্কারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগ। আদেশ প্রত্যাহার না করলে সারাদেশে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুমকি দিয়েছে তারা।

বুধবার বিকেলে ছাত্রলীগের দপ্তর সম্পাদক শেখ রাসেল স্বাক্ষরিত এক প্রেস বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়েছে।

ওই বিবৃতিতে ছাত্রলীগ সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বলেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ওই সিদ্ধান্তের ফলে তার অতীত ঐতিহ্য ও প্রগতিশীল চেতনা হারিয়েছে। তারা বলেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তের ফলে মৌলবাদ ও জঙ্গিবাদী গোষ্ঠী আবার মাথাচাড়া দিয়ে উঠবে।

তাদের অভিযোগ, ঘাতকদের উসকানিদাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জাহাঙ্গীর আলমকে রক্ষা করার জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এ সিদ্ধান্ত নিয়েছে।

সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান তারা। তা না হলে বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে এ সিদ্ধান্তের প্রতিবাদে দুর্বার আন্দোলন গড়ে তোলারও হুমকি দিয়েছেন এই দুই নেতা।

উল্লেখ্য, এক শিক্ষককে ক্যাম্পাসে মারধরের ঘটনায় বুয়েট ছাত্রলীগ শাখার সভাপতি শুভ্রজ্যোতি টিকাদার ও সাধারণ সম্পাদক আবু সাঈদ কনককে আজীবন বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.