ইসিতে বিএনপির প্রতিনিধি দল

ঢাকা: ‘আদর্শ ঢাকা আন্দোলনের’ আহ্বায়ক ড. এমাজ উদ্দিন আহমেদের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের (ইসি) গেছে।

বুধবার সন্ধ্যায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির জরুরি সংবাদ সম্মেলন শেষে সেখান থেকেই প্রতিনিধি দলটি ইসির উদ্দেশে রওয়ানা হয় দলটি।

বিষয়টি নিশ্চিত করেছেন চেয়ারপারসনের প্রেসইউং সদস্য শায়রুল কবির খান।

এর আগে নির্বাচনী প্রচারণাকালে পরপর তিনদিন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলন ডাকে বিএনপি। সংবা্দ সম্মেলনে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। পরে সেখানেই ড. এমাজ উদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসিতে যাওয়ার সিদ্ধান্ত হয়।

১৫ thoughts on “ইসিতে বিএনপির প্রতিনিধি দল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *