গাড়িবহরে হামলা করেছে ‘সোনার ছেলেরা’

ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে ‘সোনার ছেলেরা’ হামলা করেছেন বলে অভিযোগ করেছেন তার উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। তবে সোনার ছেলে কারা এ বিষয়ে কিছু না বলে বুঝে নেয়ার কথা বলেন তিনি।

বুধবার সন্ধ্যা পৌনে ৮টার দিকে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের সিনিয়র নেতাদের সঙ্গে বেগম খালেদা জিয়ার বৈঠক শেষে তাৎক্ষণিক ডাকা সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষ থেকে ঘটনার তীব্র নিন্দা ও দ্রুত বিচার দাবি করা হয়। গাড়িবহরে কারা হামলা করেছে জানতে চাইলে খন্দকার মাহবুব ‘সোনার ছেলেদের’ দায়ী করেন। সোনার ছেলে কারা জানতে চাইলে তিনি বলেন, ‘এটা আপনারা বুঝে নেন।’

খালেদা জিয়াকে হত্যার জন্যই তার গাড়িবহরে হামলা চালানো হয়েছে অভিযোগ করে তিনি বলেন, ‘সরকার ফাঁদে পড়েছে, তারা ভেবেছিলো বিএনপি নির্বাচনে আসবে না। কিন্তু এসে গেছে। এখন আইন শৃঙ্খলাবাহিনীর প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় এ হামলা করা হয়েছে।’

সরকারের প্রতি হুঁশিয়ারি জানিয়ে খন্দকার মাহবুব বলেন, ‘সরকার যদি এ ঘটনার বিচার করতে ব্যর্থ হয় গণতন্ত্রকামী মানুষ, গণতান্ত্রিক প্রক্রিয়ায় এ হামলার উত্তর দিতে পারে।’

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে খন্দকার মাহাবুব বলেন, ‘যারা পুলিশের ভয়ে আত্মগোপনে আছেন, গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রাখার জন্য মাঠে আসুন।’

গণতন্ত্র ও জনগণের স্বার্থে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচনী প্রচারণা অব্যাহত রাখবেন বলে জানিয়ে তিনি বলেন, ‘যতোই হামলা হোক, ম্যাডাম (খালেদা জিয়া) গণতন্ত্র ও জনগণের স্বার্থে নির্বাচনী প্রচারণা অব্যাহত রাখবেন। আমরা শেষ পর্যন্ত নির্বাচন করার চেষ্টা চালিয়ে যাবো।’

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, বিগ্রেডিয়ার (অব.) আ স ম হান্নান শাহ, আদর্শ ঢাকা আন্দোলনের আহ্বায়ক অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ, সদস্য সচিব শওকত মাহমুদ, সেলিমা রহমান, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা কমিটির আহ্বায়ক শফিক রেহমান, এমাজ উদ্দিন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান প্রমুখ।

এর আগে পরপর তিনদিন নির্বাচনী প্রচারণার গাড়িবহরে হামলা পরবর্তী কার্যক্রম নিয়ে আলোচনা করতে সিনিয়র নেতাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

৩ thoughts on “গাড়িবহরে হামলা করেছে ‘সোনার ছেলেরা’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *