আমাদের মধ্যে অনেকেই তার ভালোবাসার মানুষটাকে মনের কথা বলতে পারে না। মেয়েদের মনও যোগানো তো স্বপ্ন। ভাবছেন কী করে সম্ভব? অবশ্যই সম্ভব! মানুষ পারে না এমন কোনো কাজই পৃথিবীতে নেই। শুধু একটু নিয়ম করে এগিয়ে গেলেই সম্ভব সাথে থাকতে হবে আত্মবিশ্বাস।
আপনার পছন্দের মেয়েটি যতই ব্যক্তিত্ব সম্পন্ন হোক না কেন, যতই চাপা স্বভাবের হোক না কেন, চেষ্টা করলে সে আপনার ডাকে সাড়া দেবেই। সবার আগে তার ব্যক্তিগত জীবন সম্পর্কে সচেতন হয়ে নিন। কোনো ধরনের জটিলতা বা অন্য সম্পর্ক আছে কিনা জেনে নিন। যদি তা না থাকে তাহলে নিয়ম মেনে এগিয়ে যান, সাত দিনেই আপনার পছন্দের মেয়েটিকে কাছে পেয়ে যাবেন!
১ম দিন: চোখে চোখে কথা বলুন
প্রথম দিনটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেননা এই দিনে আপনার অস্তিত্ব সম্পর্কে জানাতে হবে। আপনি একজন যিনি তাকে অন্যভাবে লক্ষ্য করছেন এটা তাকে বোঝাতে হবে। পৃথিবীতে চোখের ভাষার উপরে কোনো ভাষাই হয়না। বলা হয়ে থাকে শুধু চোখের ভাষাতেই সমস্ত রাজ্যটাকেই বুঝিয়ে দেয়া সম্ভব। এ কারণে চোখের ভাষাতেই তার সঙ্গে কথা বলুন। তার চোখের আপনাকে আকর্ষণীয় করে তুলুন। একারনেই হয়তো ব্যান্ড স্টার গান করেছিলেন, “চোখের দেখাই মনের দেখা হয়”।
২য় দিন: পরিচিত হোন
দ্বিতীয় দিন যে কাজটি করবেন তা হল তার সাথে একটু অন্তরঙ্গভাবে পরিচিত হবেন। এবার তার সঙ্গে চোখের ভাষায় নয় বরং আপন ভঙ্গিতে কথা বলুন। পূর্ব পরিচয় তো আছেই, এবার পালা আলাপ জমানোর। বেশীর ভাগ ছেলে আলাপ করতে গিয়ে ইভ টিজিং বা ভয় পেয়ে যায় এতে হিতে বিপরীতেই হয়। বরং সাহস করে তাঁর পাশে গিয়ে দাঁড়ান এবং হাই-হ্যালো জানিয়ে হুট করেই ছোট্র একটি মিথ্যা কথা বলে দিন, “আপনি কি কোথাও যাচ্ছেন” উত্তর যদি হাঁ সূচক হয় তাহলে বলুন “ঐ রাস্তায় অনেক বাজে ছেলে থাকে আপনি বরং পাশের রাস্তা দিয়ে যেতে পারেন নতুবা সমস্যা না থাকলে আমি কি কিছু দূর এগিয়ে দিয়ে আসবো?” যদি মেয়েটি বলে সে কোথাও যাচ্ছে না তাহলে ও ছোট্র একটি মিথ্যা কথা বলুন “ভালোই করেছেন, আজ এই রাস্তায় সিটি কর্পোরেশন থেকে বেওয়ারিশ কুকুর মারছে তাই পুরো এলাকায় যাকে পাচ্ছে তাঁকেই কুকুর কামড়ে দিচ্ছে”। বলা অতি প্রয়োজন মেয়েরা ভুতের চাইতে কুকুর বেশী ভয় পায়।
৩য় দিন: তার আকর্ষণ ধরে রাখুন
তৃতীয় দিন তার সঙ্গে দেখা হলে বা কথা হলে এমন কোনো কিছু করে বসবেন না যেন আপনার প্রতি তার তৈরি হওয়া আকর্ষণটা হারিয়ে যায়। পারলে সেই আকর্ষণটাকে আরও অনেকটুকু বাড়িয়ে তুলুন। সব ভাবেই আপনার চোখ দুটো অনেক বেশি গুরুত্বপূর্ণ। চোখই আপনার মনের কথাগুলো বলে দিতে পারে। চোখই আপনার প্রতি তার আকর্ষণটিকে আরও অনেক বেশি বাড়িয়ে দিতে পারে। এই ক্ষেত্রে চোখের বিভিন্য অঙ্গ-ভঙ্গি করতে পারেন তবে তা হতে হবে স্মার্টলি।
৪র্থ দিন: আরেকটু সহজ হন
চতুর্থ দিনে তার সঙ্গে একটু সহজভাবে কথা বলুন। অর্থাৎ এতদিন নিশ্চয়ই একটা বাড়তি ভদ্রতা ধারণ করে কথা বলেছেন। সেই ছদ্মবেশটি আজ উন্মোচন করে ফেলুন। সহজভাবে তার সঙ্গে কথা বলুন, তাঁকে বুঝতে দিন আপনি কেমন। আপনি আপনার বন্ধুদের সঙ্গে ঠিক যেভাবে ফ্রি হয়ে কথা বলেন তার সাথেও সেভাবে কথা বলুন। নিজের ভালো মন্দ কথার ফাঁকে জানিয়ে দিন। দেখবেন আপনার এই মুক্ত মনের কথায় সে আরও অনেক বেশি মুগ্ধ হয়ে পড়বে। তাছাড়া কথার ফাকে ফাকে রসিকতা করুণ যা আগে কখনো সে শুনেই নি।
৫ম দিন: আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান
পঞ্চম দিনটি আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই দিনে আপনি তাকে আনুষ্ঠানিকভাবে কোথাও যেতে বা খেতে আমন্ত্রণ জানান। সেখানে দুজনে অনেক কথা বলুন। মজার কোনো কথা বলুন যা তিনি শুনে বেশ মজা পাবেন। তার পছন্দ অপছন্দের গুরুত্ব দিন, নিজের ভবিষ্যৎ জীবনের কথা বলুন। তাহলে দেখবেন তিনি আপনার প্রতি বেশ খানিকটা দুর্বল হয়ে পড়েছেন। ফলে আপনার কাজ অনেক দূর এগিয়ে যাবে। এখানেও একটু মিথ্যার আশ্রয় নিতে হলে নিবেন, ধরুন আপনি তাঁকে আমন্ত্রণ জানালেন কিন্তু সে আপনার সাথে বাইরে যেতে চাচ্ছে না লাঞ্চ করতে তখন তাঁকে বলুন আজ আপনার জম্মদিন, কেউ আপনার সাথে নেই তাই আপনি তাঁকে নিয়েই পালন করতে চান আপনার জম্মদিন, তবে খেয়াল রাখবেন প্রেম হয়ে যাওয়ার পর সব সত্যি কথা গুলো জানিয়ে দিবেন।
৬ষ্ঠ দিন: তাকে বলতে দিন
ষষ্ঠ দিনে আপনি একেবারেই কথা বলবেন না। এবারে শুধু তাকে বলতে দেবেন। তিনি কী বলেন আপনি তা মনোযোগ দিয়ে শুনুন। দেখবেন তার সব কথাই হবে সব আপনি কেন্দ্রিক। আপনাকে সে অনেক বেশি মূল্যায়ন করে সব কথা বলছে। সূক্ষ্ম দৃষ্টিতে খেয়াল করে দেখবেন আপনার প্রতি তিনি হালকা-পাতলা দুর্বলও হয়ে গেছে অথবা সে তাঁর নিজের কথাই বলছে ভুল-ভাল যাই বলুক আপনি সাপোর্ট দিয়ে যাবেন। যদি বলে স্টার প্লাস হচ্ছে সবচাইতে ভালো টিভি চ্যানেল তাহলে আপনি বলবেন অবশ্যই স্টার প্লাস অনেক ভালো চ্যানেল, শুনলাম স্টার প্লাসের নাটক গুলী বাংলায় ডাব করে বাংলাদেশের কোন এক টিভি’তে প্রচারের উদ্বেগ নিতে যাচ্ছে শুধু মাত্র স্টার প্লাসের জনপ্রিয়তা দেখে। তবে খেয়াল রাখবেন, প্রেম হয়ে যাওয়ার পর এই ভয়াবহ চ্যানেল থেকে আপনাকেই ফিরিয়ে আনতে হবে তাঁকে।
৭ম দিন: প্রপোজ করুন
এই দিন আপনার বিশেষ একটি দিন। আপনি এই দিনে কোনো প্রস্তুতি ছাড়া অথবা পূর্ব প্রস্তুতি নিয়ে প্রপোজ করবেন এবং তা খুব সূক্ষ্ম ভাবে করবেন। আবার ভাববেন না যে আপনি আগে বা এত জলদি প্রপোজ করবেন কেন? বিষয়টিকে এভাবে দেখলে আপনি কখনই জয়ী হতে পারবেন না। বিষয়টি আপনার মনের দিক থেকে না দেখে মস্তিক দিয়ে চিন্তা করুণ। একজনকে আপনার ভালো লেগেছে আপনি তাকে বলছেন। এতে ছোট হওয়ার কিছু নেই। যা হওয়ার হবে এই চেতনায় বিশ্বাসী হোন। তবে এখানেও একটি মিথ্যার আশ্রয় নিলে মন্দ হয় না। যেমন ধরুন আপনি আপনার হাতে প্লাস্টার লাগিয়ে এসে বললেন আজ এ্যাক্সিডেন্ট করেছিলেন, হাসপাতালের বেডে শুয়ে শুয়ে ভাবছিলেন আপনি মারা যাচ্ছেন, আপনার এখনো বিশ্বাস হচ্ছে না আপনি জীবিত কিন্তু একটি কথা তাঁকে না বলে মরতে চান না আপনি তাই এই অসুস্থ অবস্থায় চলে এসেছেন তাঁকে সেই কথা বলতে, এভাবে সপ্তম দিনে এসে “জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইন” জানিয়ে আপনার পছন্দের মানুষটিকে জয় করে নিন। অন্য কথাও সম্পর্ক না থাকলে তিনি আপনাকে ফেরাতে পারবেন না।
জাবের/প্রবাসনিউজ