খালেদার প্রচারণা নতুন মাত্রা যোগ করবে

ঢাকা: মাঠে নেমে খালেদা জিয়ার নির্বাচনী প্রচারণা সিটি করপোরশন নির্বাচনে নতুন মাত্রা যোগ করবে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তরের ২০ দলীয় জোট সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।

খালেদা জিয়াকে নির্বাচনী প্রচারণায় নামার জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘তার বিপুল জনপ্রিয়তা রয়েছে। তিনি প্রচারণায় নামলে নির্বাচনে নতুন মাত্রা যোগ হবে এবং মানুষ আরো বেশি করে আমার পাশে এসে দাঁড়াবে।’

রোববার সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁও তালতলা এলাকায় দিনের নির্বাচনী প্রচারণা শুরুর প্রাক্কালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তাবিথ বলেন, ‘নির্বাচনে প্রাচরণার এখনো সাতদিন বাকি আছে। আশা করছি এই সাতদিনের মধ্যে আমরা সর্বস্তরের ভোটারদের কাছে পৌঁছাতে পারবো। আমাদের কাছে এটা যথেষ্ট সময় বলেই মনে হয়।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কোনো কোনো প্রার্থী নির্বাচনী নিয়মশৃঙ্খলা ভঙ্গ করছেন সে ব্যপারে আমরা ইতোমধ্যে নির্বাচন কমিশনে অভিযোগ দিয়েছি। আমরা আশা করছি খুব দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে নির্বাচন কমিশন।’

আইনশৃঙ্খলা ব্যবস্থা এখনো পর্যন্ত ঠিক আছে মন্তব্য করে তাবিথ বলেন, ‘আমরা আশা করবো আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনী পরিবেশকে আরো সুসংহত করবে।’

তাবিথের সঙ্গে এসময় উপস্থিত ছিলেন জাগপা সভাপতি শফিউল আলম প্রধান এবং ১৪ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি-সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতারা।

১৬ thoughts on “খালেদার প্রচারণা নতুন মাত্রা যোগ করবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *