বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ ও আসম হান্নান শাহকে ঢাকা সিটি নির্বাচনে দল সমর্থিত প্রার্থীদের সমন্বয়কের দায়িত্ব দেয়া হয়েছে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাদের এই দায়িত্ব দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
ওই সূত্র জানায়, গতকাল সোমবার রাতে গুলশানের বাসায় বেগম খালেদা জিয়া দলের শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক করেন। বৈঠক থেকে সিদ্ধান্ত নেন তিনি।
ওই বৈঠকে ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যরিস্টার জামিরউদ্দিন সরকার ও নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। তবে এটি স্থায়ী কমিটির বৈঠক ছিলে না।
সূত্র জানায়, ব্যারিস্টার মওদুদ আহমদকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ও ব্রিগেডিয়ার জেনারেল আসম হান্নান শাহকে দক্ষিণ সিটি করপোরেশনের সমন্বয়কের দায়িত্ব দেয়া হয়েছে।
এদের একজন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে এবং অন্যজন নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে বসে সবকিছু তদারকি করবেন।
ওই বৈঠক থেকে রাতে বের হয়ে ব্যারিস্টার মওদুদ আহমদ সাংবাদিকদের বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচন ও আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে আমরা কথা বলেছি। বেগম খালেদা জিয়া সকল নেতাকর্মীকে সিটি নির্বাচনে মাঠে থাকার নির্দেশ দিয়েছেন।’