আইসিসি ফিউচার ট্যুর প্রোগ্রামে পাকিস্তানের সফরে যাওয়া কথা ছিলো বাংলাদেশের। কিন্তু, দেশটির নিরাপত্তার কারণে সফরে যায়নি বাংলাদেশ। এ নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড নানা মুখি জটিলতা তৈরি করে।
তবে, প্রতিশ্রুতি অনুযায়ী সফরে যেতে না পারায়, পাকিস্তানের ক্ষতি পোষাতে আইসিসি’র নিয়ম অনুযায়ী অর্থ দিবে বিসিবি।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘আগের বোর্ড কি বলেছে আমি তা প্রতিবার মিটিংয়ে আর শুনতে চাইনা। আমি পাকিস্তান বোর্ডকে বলেছি এটা পুরনো কথা যে, আমরা কথা দিয়েও ট্যুরে যাইনি। এখন তাদের কাছে জানতে চেয়েছি তোমরা কত অর্থ পাও, তা বলো। তারা এখন আমাদের একটা এমাউন্ট জানাবে, তা যতই হোক আমি দিয়ে দিবো।’
বিসিবি বস জানান, ‘আমি পাকিস্তানকে জানিয়ে দিয়েছি, এই লেনদেন পুরোটা লিখিত থাকবে এবং এটাই শেষ এরপর আর কখনো সেই পুরনো কথা আমরা শুনতে চাইনা।’