রুবেলকে নিয়ে মজার কাহিনী বললেন হ্যাপী

বিনোদন ডেস্ক : কিভাবে জানলেন, কোথা থেকে জানলেন সেসব বিষয়ে না জানালেও আজ সকাল ৭ টার দিকে হ্যাপী ভাঙা হৃদয় অনুভব করে তার ফেসবুকে লেখেন, “একটা মজার কাহিনী বলি ,যেই মেয়েটির ছবি আমি দিয়েছিলাম ঐ ছবিটি কিছুদিন আগে কোনোভাবে রুবেল দের কেউ দেখে এবং বিয়ে থেমে গেল।

কারন সবাই জানত মেয়েটি খুবই ইসলামী । লল! তারপর রুবেল আবার গতকাল আর একটি মেয়েকে দেখতে গেছে। নাম দোলা। বাগেরহাটের মুনিগঞ্জে বাড়ি। অষ্টম শ্রেণিতে পড়ে, পরপর তিনবার ফেল। বেচারি জে এস সি টপকাতেই পারছে না। বিয়ের কথা পাকা, মানুষ বিয়ের জন্য এত পাগল হয়? হায়রে!

রুবেল তুমি ভুল করেও ভেবো না যে আল্লাহ পাক তোমাকে মাফ করবেন। তুমি একটি মানুষের জীবন শেষ করেছ, মিথ্যা ভালোবাসার অভিনয় করে তাকে ভোগ করেছো, তার আবেগভরা ভালবাসা আবর্জনার মত ছুড়ে ফেলেছো। রুবেল, আল্লাহ ন্যায় বিচারক । আমার চোখের পানির সবগুলো ফোটার মূল্য তোমাকে দিতে হবে। আমার দূরভাগ্য ছিল যে তুমি আমার জীবনে এসেছিলে। আর তোমার সৌভাগ্য ছিল যে আমি তোমার জীবনে এসেছিলাম। আল্লাহ পাক এর বিচার হয় ধীরে । তোমার কঠিন সাজার সময় তো সামনে। এখন শুধু সময়ের অপেক্ষা ।” 

৩ thoughts on “রুবেলকে নিয়ে মজার কাহিনী বললেন হ্যাপী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *