বাংলাদেশীদের ইডিয়ট বলা কখনোই মেনে নেয়া যায় না – তুর্য সহমত শাফিন আহমেদের (ভিডিও)

আইসিসি বিশ্বকাপ-২০১৫ বাংলাদেশ-ভারতের মধ্যকার কোয়ার্টার ফাইনালের ম্যাচ নিয়ে চলছে বিবৃতি-পাল্টা বিবৃতি। কলকাতার সংগীতশিল্পী রূপম ইসলামের একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে তার একটি সাক্ষাৎকার শুক্রবার একটি নিউজ পোর্টালে পাবলিশড হয়। যেখানে অভিযোগের তীর ওঠে মাইলস ব্যান্ডের ড্রামার জিয়াউর রহমান তুর্যর দিকে। এদিকে রূপমের স্ত্রী রূপসা দাসগুপ্ত শাফিন আহমেদের নাম উল্লেখ করে একটি স্ট্যাটাসে তাঁকে প্রশ্নবিদ্ধ করেছিলেন। বিষয় গুলো নিয়ে কথা বলেছেন শাফিন আহমেদ ও তুর্য।

তুর্যর বক্তব্যঃ-

আমি তাঁকে লেডি (রূপসা) বলবো, ‌‌‌তিনি ২৬ মার্চ সকালে একটি স্ট্যাটাস লিখেছিলেন, তাঁর শেষ বাক্য একেবারে অগ্রহণযোগ্য। লিখেছেন, ‘কিছু বন্ধু আইসিসিকে বলছেন, ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল।…. কান্ট ওয়েইট টু আনফ্রেন্ড দিইজ ইডিয়টস’। তিনি কিন্তু শুধু আমাকে নয়, শেষের এ কথার মাধ্যমে অনেক বাংলাদেশিকে ইডিয়ট বলেছেন। আর রূপম বললেন, ‘নতুন পাকিস্তানের অভ্যুদয় সহ্য করছি’। এখানে খেয়াল করলে দেখা যায়, তিনি বলেছেন, ‘পাকিস্তান’। ‘পাকিস্তানি’ নয়। যদি আমাকে এককভাবে বলতেন তাহলে হতো ‘পাকিস্তানি’। কিন্তু তিনি তা বলেননি। তাই যত যাই বলুক, তার এ আক্রমণ আমাকে নয়, দেশকে নিয়ে।

এবার রূপসা প্রসঙ্গে আসি। তার স্ট্যাটাসে বাংলাদেশীদের ‘ইডিয়ট’ বলেছেন। আমার দেশকে ছোট করা হলে, আমি তো তাকে ছেড়ে দিতে পারি না। আমি গালি নয়, প্রতিবাদ করেছি। আমি যা লিখেছি তার ভুল ব্যাখ্যা করা হয়েছে। ইংরেজিতে শুধু ‘বিচ’ শব্দের অর্থ ভিন্য। আবার যদি এটা বাগধারা হিসেবে লিখি, ‘বিচ প্লিজ’ তাহলে এর অর্থ সম্পূর্ণ ভিন্য। ইংরেজি ঘাটলে সেটা দেখা যাবে। ‘সেখানে এর অর্থ লেখা আছে, ‘অ্যা রেসপন্স ইউসড হোয়েন সামওয়ান স্যা সামথিং স্টুপিড ওর হোয়েন সামবডি ট্রাইস ইউ। উদাহরণঃ- আই ওয়ান্ট ইউ টু ইট মে আউট দ্য গাই রেসপন্ডস. ‘বিচ প্লিজ’।
‘এক্সপ্রেস ইনক্রিডিউলাস ডিজগাস্ট, ইউজালি ইন রিয়াকশন টু এ স্টেটমেন্ট দ্যাট ইজ ইক্রিডিবল, ফলস ওর আদারওয়াইজ আউটরেজিয়াস।”

(A response used when someone says something stupid or when somebody tries you. example- “I want you to eat me out”. The guy responds, “Bitch please”.

Expresses incredulous disgust, usually in reaction to a statement that is incredible, false, or otherwise outrageous. In some cases, it can also be used to repell a minor annoyance such as a ho, a cracker, or especially a tool that won’t step off from all up in your grill.)

মিথ্যা বা বিরক্তিকর কিছু বললে তার বিপক্ষে ‘বিচ প্লিজ’ বলাটা এক ধরনের শহুরে রীতি হয়ে গেছে। এটাকে অন্যভাবে ব্যাখা করা হয়েছে। ফেসবুকে কোনও অপ্রাসঙ্গিক বিষয় দেখলে ‘বিচ প্লিজ’ লিখে ট্রল করার পর থেকে এই ট্রেন্ড জনপ্রিয় হয়েছে।​
10420373_893968067292450_5957088097704281046_n (1)
সুতরাং তাঁরা ইংরেজি ভাষার অর্থ না বুঝে-শুনেই যা বলার বলেছে। এ ঘটনাগুলোর পর মাকুসুদ ভাই আমাকে ফোন দেন। তিনি বলেন, ‘তারা স্ট্যাটাস তুলে নিচ্ছেন। আমি যেন সরিয়ে ফেলি। মাকসুদ ভাই শ্রদ্ধেয়জন। তাই আমি সরিয়ে নিয়েছি। অথচ পরে রূপম অপর স্ট্যাটাসে জানিয়েছেন, মাকসুদ ভাই তার গুরু। তিনি আমাকে শাসন করে স্ট্যাটাস প্রত্যাহার করতে বলেছেন। তাই আমি করেছি। কিন্তু প্রত্যাহার ও সরিয়ে নেওয়া একই নয়। আর শুরুটা আমি নই, সেই মহিলাই (রূপসা) প্রথম করেছেন। বাংলাদেশীদের হেয় করেছেন। আমি বাংলাদেশি হিসেবে আমার অবস্থান জানিয়েছি মাত্র। এমন কিছু ঘটেনি যার জন্য আমাকে দুঃখ প্রকাশ করতে হবে! এমনকী ব্যাপারটা এতদূর গড়াবে সেটাও আশা করিনি।

শাফিন আহমেদের বক্তব্যঃ-

আমি রূপম ও রূপসার লেখা পড়েছি। আর রূপসা এর আগে লিখেছেন আমি ইন্ডিয়াকে অসম্মান করে দুই বছর ধরে লিখছি। আমার লেখার ধরন ‘এন্টি ইন্ডিয়া’। আমি যখন সে লেখাগুলো লিখেছি, তা বাংলাদেশি নাগরিক হিসেবে লিখেছি। অতিরঞ্জিত নয়। যা ঘটেছে তা নিয়ে লিখেছি। ভারতের কোনও কাজ বাংলাদেশের বিরুদ্ধে হয়ে থাকলে, সেটা নিয়ে বাংলাদেশীরা কথা বলবে- এটাই স্বাভাবিক। আমি শাফিন আহমেদ; একজন বাংলাদেশী নাগরিক হিসেবে এগুলো লিখেছি। কলকাতায় আমার অনেক বন্ধু রয়েছে। তাদের সঙ্গে সুসম্পর্কও আছে। আমার লেখাগুলো কিছু ভারতীয়র খারাপ উদ্দেশ্য ও কাজের প্রতি প্রতিবাদ জানিয়ে। বন্ধুদের উদ্দেশে এগুলো নয়। তাঁদের দেশপ্রেম থাকলে আমাদের কেন থাকবে না !? রূপমকে আমি ছোট ভাইয়ের দৃষ্টিতে দেখি।

রূপমকে উদ্দেশ করে বলছি, বাংলাদেশকে নতুন পাকিস্তান বলাটা তার ক্ষমার অযোগ্য ভুল। আমাকে বোঝাতে হবে তুর্যর কমেন্টের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক কী? আমরা কথা বলছি, বাংলাদেশী হিসেবে। এখানে কেন পাকিস্তান এল? সুতরাং রূপম ও আশেপাশের মানুষেরা পোষণ করেন, ভারতকে নিয়ে কিছু বলা যাবে না। বললেই পাকিস্তানি হয়ে যাবে। এটা হাস্যকর ও অযোক্তিক। রূপম যদি বলতে চান, আমি শুধু তুর্যকে বলেছি, এটাও অগ্রহণযোগ্য। বাংলাদেশিদের কেন সমালোচনা করছে তাহলে তারা? তুর্যর কথায় নাকি তাঁর বাঙ্গালী অস্তিত্বে টান পড়েছে। বাংলা ভাষায় আমরা কথা বলি। একটি স্বাধীন দেশ বাংলাদেশ। বাঙালি হিসেবে আমাদের সবাই চেনে। আমরা বাঙ্গালী নই, শুধু রূপম একাই বাঙ্গালী? কী অদ্ভূত!

ক্রিকেট ভদ্রলোকের খেলা। কিন্তু এটাতে দুর্নীতি ঢোকানোর পেছনে ইন্ডিয়া সবচেয়ে বেশি দায়ী। সম্ভবত একাই দায়ী। বাংলাদেশের ম্যাচে আম্পায়ারের সব সিদ্ধান্ত চলে গেলো তাদের দিকে? ভারতের প্রবল প্রভাব এবারের বিশ্বকাপে দেখেছি। ভারতের অনৈতিক প্রভাব থেকে বাঁচতে অনেক আগে নিরপেক্ষ আম্পায়ারের প্রচলন শুরু হয়েছিল। এর আগে নিয়ম ছিল, আয়োজক দেশের দু’জন আম্পায়ার ম্যাচ পরিচালনা করবেন। কিন্তু একটা সময় দেখা গেলো ভারতে কোনও সফরকারী দল জিতে ফিরতে পারত না তাদের পক্ষপাত্বিতের কারণে। এরপর আইসিসি নিয়ম করলো, স্বাগতিক দেশের পাশাপাশি আইসিসি মনোনীত একজন আম্পায়ার থাকবেন। আর এখন সেই আম্পায়ারকেও হাত করার চেষ্টা করা হয়। ম্যাচ পাতানোতে জুয়াড়িদের বিষয়টিতে ভারতের প্রভাব বেশি। যারা ম্যাচ পাতাচ্ছেন তাদের পেছনে কোন দেশের জুয়াড়ি আছে? কেন তারা ধরা পড়ছে না?

এবারের আসরের ভারত-অস্ট্রেলিয়ার ম্যাচের আগে সিডনির (এসিজি) মাঠের প্রধান কিউরেটর পরিবর্তন হয়ে গেল। একটা ব্রাউনি ও ন্যাড়া পিচ করা হয়েছে। যার নির্দেশনা এসেছে আইসিসি থেকে। টাকার জোরে অনেক কিছু পরিবর্তন হচ্ছে। এগুলোই ভারতের দুর্নীতি ও প্রভাব। এমন অনেকে অনৈতিক বিষয়ে বাংলাদেশি হিসেবে আমি এর আগে কথা বলেছি। যেগুলোতে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত ও ঝুঁকির মধ্যে পড়েছে। আমরা তো তাঁদের আগে আক্রমণ করেনি। ‘মওকা মওকা’ বিজ্ঞাপন কারা তৈরি করল? লিখল, ভারত বাংলাদেশকে জন্ম দিয়েছে ১৯৭১ সালে। যে দেশের মাটি ৩০ লাখ শহীদের রক্তে রঞ্জিত। ২ লাখ মা-বোন তাদের সর্বস্ব দিয়েছেন এ বাংলাদেশকে জন্ম দিতে। আজ ভারতীয়রা বলছে, বাংলাদেশ তৈরি করেছে তারা। শহীদের রক্ত কি এতটাই তুচ্ছ্? এটা একজন বাংলাদেশি হিসেবে কীভাবে মেনে নি-ই আমরা। রক্তের দামে কিনেছি, কারও দান থেকে পাইনি এই বাংলাদেশ। আমাদের অস্তিত্বে যখন আঘাত করা হলো, তখন কোথায় ছিলেন তারা? এরপর আরও একটি বিজ্ঞাপনে দেখানো হলো, জন্মদিনের অনুষ্ঠানের সব দেশ এসেছে। ছোট বাচ্চাকে দিয়ে বাংলাদেশকে উপস্থাপন করা হলো। বলা হলো ‘ও তুমিও এসেছো?’। এভাবে ক্রিকেট খেলুড়ে সব দেশকে অপমান করা হয়েছে। এমন নোংরামি ভদ্রলোকের খেলায় হয় না, যা ভারত করেছে। আর কোনও দেশে এমন নির্লজ্জতা দেখিনি। ক্ষোভটি ম্যাচ হেরে যাওয়ার পরে নয়, বাংলাদেশকে হেয় করার পর থেকে শুরু হয়েছে। ‘৬০-এর দশকে নিজেদের স্টেডিয়ামের গ্যালারিতে আগুন ধরানো হয়েছে বারবার। যখন দেখত, ম্যাচ তাঁরা হেরে যাচ্ছে। ভারতীয় সমর্থকদের লক্ষ্য ছিল, ম্যাচ বানচাল করে দেওয়ার। গ্যারি সোবার্সের মতো কিংবদন্তী কলকাতার রাস্তা দিয়ে দৌড়ে হোটেলে ঢুকেছেন, শুধু তাদের ক্ষ্যাপাটে সমর্থকদের কারণে। সেই প্রতিফলন এখনও রয়েছে। ম্যাচ তো আমরা অনেক হেরেছি। বিশ্বকাপের শুরু থেকেই আমাদের নিয়মিত ছোট করার চেষ্টা করা হয়েছে বলেই এমন ক্ষোভ দেখা যাচ্ছে।​

একজন ক্রিকেটপ্রেমী হিসেবে আমি আশা করি, বিশ্বক্রিকেট ভারতের অনৈতিক আচারণ মুক্ত হবে। আর সংগীত শিল্পী হিসেবে আমার প্রত্যাশা, সংগীতের জগতে ক্রিকেটের এ দৌরাত্ম্যের অশুভ কোনও প্রভাব পড়বে না। বরং ভ্রাতৃসুলভ সৌহার্দ্যে আমরা এগিয়ে যাব।
11072622_1005757946101334_242040306_n
প্রবাসনিউজের অগণিত পাঠকদের জন্য আজ তুলে ধরা হচ্ছে কিছু গুরুত্বপুর্ন তথ্য…

‘বিচ প্লিজ’ একটি ইংরেজি শব্দ এবং এর অর্থ হচ্ছে, “মিথ্যা বা বিরক্তিকর কিছু”। যা মাইলস ব্যান্ডের তুর্য তাঁর ফেসবুক স্ট্যাটাসে ব্যাবহার করেছে। মাইলসের তুর্য চমৎকার স্মার্ট ভাষায় তাঁর অনুভুতি প্রকাশ করেছে, কেননা তিনি একজন বাংলাদেশী এবং দেশপ্রেমে বলীয়ান বলেই প্রতিবাদ করেছে কলকাতার রুপমদের অন্যায়ের বিরুদ্ধে। এতে সকল বাংলাদেশীদের গর্ব করা সহ ভারতীয় আগ্রাসণের বিরুদ্ধে সোচ্চার হওয়াটা অতি জরুরী।

কলকাতার নায়ক প্রসেনজিত বাংলাদেশকে কটাক্ষ করে নিজের ফেসবুক পেজে লিখেছিলেন “বেড়াল কে ভুল করে বাঘ না ভাবাই ভাল, বাঘের কিন্তু জাত আলাদা হয়।” তাঁর পথ ধরে আসে রুপম ইসলামের স্ত্রী রূপসা, তিনি তাঁর ফেসবুক স্ট্যাটাসে লিখলেন, বাংলাদেশীদের ‘ইডিয়ট’। এরপরেই সরাসরি রুপম তাঁর ফেসবুকে স্ট্যাটাসে লিখেন, “ছোটলোক বাঙ্গালী ও নব্য পাকিস্তান” !!

আসুন আমরা দেখি কলকাতার তথাকথিত এই সকল নায়ক ও গায়কদের নিজেস্ব চেতনার খুবই অল্প কিছু..

ব্রিটিশ আমলের কথা। বাংলাদেশীরা কলকাতায় গেলে তখন কলকাতার দাদারা ছ্যে ছ্যে বলে নাক কুচকাত। বাঙ্গালী কে অবজ্ঞ্যা করে ডাকত বাঙ্গাল। বাংলাদেশের মানুষের আঞ্চলিক টানে প্রাণচঞ্চল বাংলা ভাষা কে উত্তর কলকাতার বাঙ্গালীরা ডাকত মচ্ছবের ভাষা বলে। তাঁদের “ও গো দাদাআআ…” ছিল প্রকৃত মূল বাংলা ভাষা। দেশ ভাগ হল। আমরা আলাদা হলাম। উত্তর কলকাতার নাক উচু বাঙ্গালীরা বলল, না আমরা হিন্দুস্থানের সাথেই থাকব। বাংলাদেশ ক্ষেত বলে চলে গেলেন তাঁরা। ১৯৫২’তে ক্ষেত বাংলা বলা এই বঙ্গদেশের মানুষেরাই বাংলা ভাষার জন্য রক্ত দিয়ে বাংলা ভাষার অধিকার সাড়া পৃথিবীতে প্রতিষ্ঠিত করে দিলো। কলকাতার দাদারা তখন দা বটি নিয়ে নকশাল নকশাল খেলায় ব্যস্ত। ‘৭১ -এ এই ক্ষেত বাঙ্গালরাই বাংলাদেশ নামে একটা দেশেরই জন্ম দিয়া দিল !!

আজকে যে দেশে আসতে প্রসেঞ্জিত থেকে শুরু করে রুপমদের পাসপোর্টের দরকার হয়। আমাদের এই ক্ষেত বাঙ্গালের ক্ষেত লেখক হুমায়ূন আহমেদের বই কিনতে সল্ট লেকে লাইন পড়ে যায় কলকাতার দাদাদের। কলকাতার সুনীল বাবুরা বলতে বাধ্য হয় “এক শরত ছিল তারপর হুমায়ূন এলো।”

মেছো বাঙ্গালদের ব্যান্ড এলআরবি, চিরকুট আমন্ত্রণ পায় ভারতের প্রেসিডেন্ট ভবনে সঙ্গীত পরিবেশন করার। ক্ষেত বাংলার জেমসের গান বলিউড কাঁপায়। ক্ষেত বাংলার গায়ক হাবীব ও হৃদয় খানের গান দিয়ে কলকাতার অখাদ্য সিনেমা হিট করানো হয়। ক্ষেত বাংলার ব্যান্ড মাইলসের সিডি রিলিজ করে ইন্ডিয়ার বিখ্যাত অডিও কোম্পানি এবং কলকাতার এফএম রেডিও গুলো দীর্ঘ ১৮-২০ বছর আগ থেকে এখন পর্যন্ত বাধ্য হয় মাইলসের গান প্লে করতে। বলিউডের আন্নু মালিক মাইলসের “ফিরিয়ে দাও” গানের সুর হবুহু চুরি করে মামলা খেয়েছে, এই কথা কে না জানে?

সেদিনের সে ক্ষেত বাঙ্গালের ক্ষেত ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা যখন সমগ্র ভারতের অধিনায়ক ধোনির সাথে টস করতে নামে, কলকাতার দাদা-দিদিরা তখন বড় একটা নিশ্বাস ফেলে দেখে তাঁদের ইন্ডিয়ার জাতীয় দলে একটা কলকাতার প্লেয়ার নাই !! আয় হায় কলকাতা হায় হায় কলকাতা !!

১৯৫২ সালে বাংলা ভাষা কিনে নিয়েছে এই ক্ষেত বাঙ্গালরা, ‘৭১ এ বাংলার নামে দেশ বানালো এই ক্ষেত বাঙ্গালরা, ২০০৭ সালে ইন্ডিয়ার বিশ্বকাপ মিশন প্রথম রাউন্ডেই ভেস্তে পাঠিয়ে দিয়েছিল এই ক্ষেত বাঙ্গালরা, অবশেষে ২০১৫ সালে বিশ্বকাপ ক্রিকেটে ইন্ডিয়া-আইসিসি’র নির্লজ্জের মতো জোচ্চুরি করে জই হওয়া সাড়া পৃথিবীতে দেখিয়ে দিয়েছে এই ক্ষেত বাঙ্গালরা।

কলকাতার গায়ক-নায়করা আজ বাংলা ভাষায় গান করে, সিনেমার ডায়লগ নিয়ে বড়াই করে, কিন্তু এই ভাষার মালিক একমাত্র বাংলাদেশীরা। ইন্ডিয়া-পাকিস্তানের নেই যুদ্ধ করে স্বাধীনতা দিবস পালণ করা সহ নিজের মাতৃভাষা নিয়ে অহংকার করার মতো কোন ইতিহাস।

এতো কিছু হওয়ার পরে রুপম অ্যান্ড গং তাঁদের ফেসবুকের মাধ্যমে ক্ষমা চেয়েছে বাংলাদেশীদের কাছে, কেননা তাঁরা বছরে মিনিমাম একবার বা এর ও অধিক সময় বাংলাদেশের বিভিন্য প্রাইভেট টিভি সহ স্টেইজ শো করে মোটা অংকের টাকা কামিয়ে নিয়ে যায়, যা তাঁরা কলকাতায় কল্পনাও করতে পারে না। বিঁধায় তাঁদের এই “জুতো মেরে গরু দান করাটা” স্রেফ একটি ভাঁওতাবাজি। এদের এই ভাঁওতাবাজি থেকে বাংলাদেশের সকল মিডিয়া এবং দেশপ্রেমিক জনগণকে সতর্ক থাকার আহ্বান ও সৎ পরামর্শ দেয়া আমাদের একান্ত দায়িত্ব এবং কর্তব্য।

সবশেষে একটি ভিডিও লিংক দেয়া হলো প্রবাসনিউজের সকল পাঠকদের জন্য। সময়টা ছিল ২০১১ সালের ঈদ। বাংলাদেশের একটি প্রাইভেট টিভি’র আমন্ত্রণে আসে কলকাতার রুপম ও তাঁর ব্যান্ড ফসিলস। অনুষ্ঠানটি ছিল ফোনোলাইভ কনসার্ট। ঠিক সেই মুহুর্তে মাইলস ব্যান্ডের শাফিন আহমেদ ফোন করে রুপমকে অভিনন্দন জানাতে। রুপম ফোন পেয়ে আগে ধাত্বস্ত হয়ে বলেন, “বাংলাদেশের অনেক শিল্পীরা আমাদের কাছে বাংলা রক গানের বার্তা নিয়ে এসেছিলেন। একটা সময়ে আমরা যখন পশ্চিমবঙ্গে বাংলা রক গান করার চেষ্টা করছিলাম সে সময় এতো বাধার মধ্যেও যাদের কাজ দেখে আমরা নিয়মিত উৎসাহিত হয়েছি, অনুপ্রাণিত হয়েছি তাঁদের মাঝে একজন আজ স্বয়ং আমাদের ফোন দিয়ে আশীর্বাদ ও অভিনন্দন জানাছেন, এরথেকে বড় পাওনা আর কি হতে পারে !!”

জাবের/প্রবাসনিউজ২৪.কম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *