জাতীয় প্রেসকাব অডিটোরিয়ামে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে এক শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করেছে জিয়া শিশু কিশোর মেলা কেন্দ্রীয় সংসদ ।
এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বিশিষ্ট সাংবাদিক জনাব শ্ওকত মাহমুদ।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শওকত মাহমুদ বলেন, শহীদ জিয়ার নামকে বাদ দিয়ে এদেশে স্বাধীনতা দিবস উদযাপন সম্ভব নয়, তিনি পরিবারের কথা না ভেবে স্বধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধে ঝাপিয়ে পরেন। অন্য দিকে ২৫ মার্চ রাতে অন্যান্য রাজনৈতিক দলের নেতারা নিজেদের পরিবারকে পকিস্তান বাহিনীর নিরাপত্তায় রেখে আত্মসমর্পনের জন্য প্রস্তুত ছিলেন।
রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জিয়া শিশু কিশোর মেলা কেন্দ্রীয় পরিষদ আয়োজিত মহান স্বধীনতা দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ এবং আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
শিশু কিশোরদের উদ্দেশ্যে শওকত মাহমুদ বলেন, জিয়াউর রহমানের রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলো তোমাদের মাধ্যেমে তা বাস্তবায়ন সম্ভব।
মুক্তিযোদ্ধোর খলনায়করা জিয়াউর রহমানের নাম মুছে ফেলার অপচেষ্টা চালাচ্ছে। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদের মাধ্যেমে জাতিকে একটি আলাদা পরিচয় করিয়ে দিয়ে গেছেন।
আয়োজক সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ইথুন বাবুর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন
একুশে পদকপ্রাপ্ত ছড়াকার আবু সালেহ, একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী রাহিঝা খানম ঝুনু, জিয়া শিশু কিশোর মেলার আহ্বায়ক জাহাঙ্গীর শিকদার,জাসাস নেতা রফিকুল ইসলাম রফিক, জাসাস ঢাকা দক্ষিনের সাধারন সম্পাদক খালেদ এনাম মুন্না , ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ সাধারন সম্পাদক আরিফা সুলতানা রুমা, চিত্র শিল্পী তানিয়া ইসলাম, শিশু সংগঠক নাসিমুল গনি খান, তারেক কবির, ইরানুল ইসলাম বিপ্লব,মজিবর রহমান দিপু, নাজমা আক্তার নিপা , আরিফুজ্জামান প্রিন্সসহ আরো অনেকে।
শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগীদের “ক” ও “খ” বিভাগের ১ম,২য়,৩য় স্থান প্রাপ্তদের জিয়া শিশু কিশোর মেলার বিশেষ ক্রেস্ট ও অংশগ্রহণকারী সকল প্রতিযোগীদের জিয়া শিশু কিশোর মেলার মেডেল প্রধান করা হয় ।
চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিচারক হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট এফ,এম আনিস , শহিদুল ইসলাম ।
নাসিম/প্রবাসনিউজ২৪.কম