বাজারে ব্ল্যাকবেরির নয়া ট্যাবলেট

ঢাকা: স্যামস্যাংয়ের ‘গ্যালাক্সি ট্যাব এস’ এর সঙ্গে সাদৃশ্য রেখে নয়া ট্যাবলেট ছেড়েছে ব্ল্যাকবেরি। ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন এবং স্যামসাংয়ের কাছ থেকে এটি তৈরি করিয়েছে ব্ল্যাকবেরি। এটাকে বলা হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিরাপত্তা সম্বলিত ট্যাবলেট।

ব্যাকবেরির নতুন ট্যাবলেটের নাম ‘দ্য সিকু ট্যাবলেট’। যেটা কিনা স্যামসাংয়ের জনপ্রিয় ট্যাব এস ১০.৫ এর আদলে তৈরি করা হয়েছে।

নতুন ট্যাবলেট নিরাপত্তায় রয়েছে বেশি প্রযুক্তি। আছে ভয়েস এবং ডাটা এনক্রিপশনের সুবিধা।

নতুন ডিজাইনটি ইতোমধ্যে জার্মানের ফেডারেল অফিস ইনফরমেশন সিকিউরিটির তালিকায় ভুক্ত হয়েছে। এটিতে অনেকটা সিকিস্মার্ট সিকিউরিটি কার্ডের নিরাপত্তা প্রযুক্তি ব্যবহৃত হয়েছে।

ব্ল্যাকবেরির সিকিস্মার্ট জিএমবিএইচের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. হ্যান্স ক্রিসটোপ কুয়েলি জানান, আইবিএম এবং স্যামসাং ব্ল্যাকবেরির জন্য নতুন নিরাপত্তা প্রযুক্তি সংযোজন করেছে। যা ব্ল্যাকবেরিকে পৃথিবীর উন্নততর যোগাযোগ প্রযুক্তি পণ্যে রূপান্তরিত করেছে।

৪ thoughts on “বাজারে ব্ল্যাকবেরির নয়া ট্যাবলেট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *