সিঙ্গাপুর: সিঙ্গাপুরে অনুষ্ঠিত হলো গ্রোয়েল পপ আপ -বাংলার কন্ঠ কবিতা ও সঙ্গীত সন্ধ্যা, বাংলাদেশি নাইটস।
১৪ মার্চ সন্ধ্যা থেকেই কখনো গুড়ি গুড়ি আবার কখনো মুষল ধারে বৃষ্টি। এমন বৃষ্টিভেজা রাত ৮ টা থেকে ১১ তা পর্যন্ত ১০৯ রয়েল রোডে অনুষ্ঠিত হলো বাংলাদেশি নাইটস।
বাংলার কন্ঠ পত্রিকা ও তার অঙ্গ সংগঠন বাংলার কন্ঠ সাহিত্য পরিষদ ,বাংলার কন্ঠ কালচারাল ফোরাম সম্প্রতি অনলাইন ফেস বুক গ্রুপ বাংলার কন্ঠ কালচারাল ফাউন্ডেশনকে নিয়ে যাচ্ছে সিঙ্গাপুরের সাহিত্য সংস্কৃতির অভ্যন্তরে।
এক ঝাঁক প্রতিভাবান তরুণ শ্রমজীবি প্রবাসী শ্রমিক ভাইরা সম্পাদক, প্রবাস বন্ধু একেএম মোহসিনের হাত ধরে বাংলা ভাষা-সংস্কৃতির উত্কর্সতায় ,সুরের দোলায়, মোহিত করছে অভিবাসী ও স্থানীয়দের। বাংলা ভাষার ভান্ডারকে বিদেশের মাটিতে সমৃদ্ধ করছে । উদাহরণ স্বরূপ বলা যায় শ্রম ও প্রেমের কবিতা, ইস্পিক ইজি ,এম ডাব্লিউ সি সঙ্গীত সন্ধ্যা ইতাদি।
প্রতিটি অনুষ্ঠানে কবিরা তাদের স্বরচিত কবিতা আবৃতি করেন, বিদেশীদের অনুবাদ দেখানো হচ্ছে প্রজেক্টরে, ইংরেজিভাষী প্রতিথযশা সিঙ্গাপুরি কবি আবৃতিকারদের কন্ঠে আবৃতি হচ্ছে এই সব কবিতার অনুবাদ।সিঙ্গাপুরে অনুষ্ঠিত হলো “বাংলাদেশি নাইটস”
শিল্পীদের গানের কথার অনুবাদও ইংরেজিতে দেখানো হয় প্রজেক্টরে, যাতে ভিন দেশিদের বুঝতে সুবিধা হয়।সুরের মুর্ছনায় উচ্ছাস প্রকাশ করেন সিঙ্গাপুর এবং ভিনদেশীয় দর্শক শ্রোতা। তাদের মন নেচেছে গানের তালে এবং অনেক বিদেশিরাও আবেগে আপ্লুত হয়েছেন।
বাংলাদেশি নাইটস অনুষ্ঠান শুরু হয় দিমিত্রা মেঘবতী রোজেন এর উপস্থাপনায়। বাংলা ও ইংরেজিতে প্রাণবন্ত উপস্থাপনায় মঞ্চে স্বাগত বক্তব্য দেন ইংরেজিতে আয়োজক, দিবাশ্রম চেয়ারম্যান দেবী ফর ডাইস, বাংলায় শুভেচ্ছা বক্তব্য রাখেন জনাব একেএম মোহসিন, স্বরচিত কবিতা আবৃতি করেন প্রথম পর্বে মোঃ শরিফ, জাকির হোসেন খোকন, মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু, এম এ সবুর, মোহর খান, মনির আহমদ, দ্বিতীয় পর্বে অসিত কুমার বাড়ই, রাজীব শীল জীবন, নজরুল ইসলাম মুন্না, মোহামদ মুকুল হোসেন,মোহাম্মদ জহিরুল ইসলাম, মোহাম্মদ সহিদুল ইসলাম। সেলিম খানের লেখা ও সুরে বাংলার কন্ঠ কালচারাল ফোরামের দলীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় সঙ্গীত পর্ব , জনপ্রিয় শিল্পী মাসুদ পারভেজ অপু, মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবুর লেখা তার বন্ধু আমি প্রবাসী গানসহ চারটি গান পরিবেশন করেন, মোহাম্মদ শাহীন শেখ তিনটি , আলমাস উদ্দিন একটি, আকাশ আলিম একটি, সেলিম খান একটি, মুকুল হোসেন একটি গান পরিবেশনের পর মঞ্চে আসেন সিঙ্গাপুরের মঞ্চ কাঁপানো প্রবাসীদের প্রিয় শিল্পী সোহেল রানা।
লালন, ফোক, বাংলাদেশ ও ভারতীয় বাংলা সিনেমার গানে শেষ হয় সঙ্গীত পর্ব। যন্ত্রে ছিলেন কিবোর্ডে সেলিম খান, গিটারে কবির, তবলায় প্রদীপ, মন্দিরায় মাহবুব, জিপ্সিতে পলকুর রহমান রনজু।
কৌতুক পরিবেশন করেন আলমাস উদ্দিন ও সুজেল। বাংলা সিনেমার গানের সঙ্গে নাচ পরিবেশন করে সুজেল হোসেন।
সিঙ্গাপুরিয়ান বাংলাদেশি অভিবাসীদের কবিতায় আর গানে সুরের মুর্ছনায় সমাপ্তি হয় বাংলাদেশি নাইটস।
প্রবাসনিউজ/রিয়াজ